• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ; ১০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

লক্ষ্মীপুরে পিডিবির দুই প্রকৌশলীর অপসারণের দাবিতে বিক্ষোভ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ০৭ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৬:০৯ পিএম;
লক্ষ্মীপুরে পিডিবির দুই প্রকৌশলীর অপসারণের দাবিতে বিক্ষোভ
লক্ষ্মীপুরে পিডিবির দুই প্রকৌশলীর অপসারণের দাবিতে বিক্ষোভ

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিন এবং উপ-সহকারী প্রকৌশলী মোকতাদিরের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, দুর্নীতি ও গ্রাহক হয়রানির অভিযোগে বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা। সোমবার (৭ জুলাই) দুপুরে জেলা শহরের ঝুমুর এলাকায় পিডিবি অফিসের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।.

 .

বৃষ্টি উপেক্ষা করে শতাধিক গ্রাহক, ব্যবসায়ী ও ক্ষুদ্র শিল্প মালিকরা ব্যানার ও ফেস্টুন নিয়ে বিক্ষোভে অংশ নেন। এর আগে গত ৩ জুলাই একই দাবিতে লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে সমাবেশ করেন তারা।.

 .

বক্তারা অভিযোগ করেন, অভিযুক্ত দুই প্রকৌশলী দায়িত্ব নেওয়ার পর থেকেই পিডিবিতে ঘুষ ও অনিয়মের সংস্কৃতি চালু হয়েছে। অভিযোগ রয়েছে, সরকারি ফ্রি সেবা, মিটার পরিবর্তন, সংযোগ, ট্রান্সফর্মার ব্যবহারের নাম করে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। এছাড়া, অন্য ঠিকাদারদের কাজ থেকে বঞ্চিত করে নির্দিষ্ট ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগও উঠেছে।.

 .

ভুক্তভোগীরা জানান, গত ২২ জুন পিডিবির প্রায় ২০০ গ্রাহকের প্রিপেইড মিটার হঠাৎ করেই লক করে দেওয়া হয়। তারা দাবি করেন, ঘুষ না দেওয়ার কারণেই এসব মিটার বন্ধ করা হয়েছে।.

 .

এ বিষয়ে পিডিবির ভুক্তভোগীদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পত্রে ১৬টি অনিয়মের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়। এতে অভিযোগ রয়েছে—.

 .

নিয়মিত বিল পরিশোধের পরও বকেয়া দেখানো,.

 .

সরকারি মালামাল বিক্রি, অতিরিক্ত বিল আদায়,.

এস.টি সংযোগের ভয় দেখিয়ে টাকা আদায় ইত্যাদি।.

 .

বিক্ষোভে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেমসহ অসংখ্য গ্রাহক।.

 .

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, "আগামী ৭২ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের অপসারণ করা না হলে, আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।".

 .

এদিকে অভিযুক্তদের অপসারণের দাবিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের মাধ্যমে স্মারকলিপিও প্রদান করা হয়েছে।.

 .

.

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ