• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ; ০১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

লক্ষ্মীপুরে কাঁঠাল নিয়ে মারামারি, প্রবাসীর স্ত্রী সহ আহত-৪


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৫:২৭ পিএম;
লক্ষ্মীপুরে কাঁঠাল নিয়ে মারামারি, প্রবাসীর স্ত্রী সহ আহত-৪
লক্ষ্মীপুরে কাঁঠাল নিয়ে মারামারি, প্রবাসীর স্ত্রী সহ আহত-৪

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে মারধরের ঘটনায় চার জন আহত হয়েছে। ১৮জুন বিকালে সদর উপজেলার দালাল বাজার ইসলাম বক্স চৌকিদার বাড়িতে এমন ঘটনা ঘটে। .

এ ঘটনায় ভুক্তভোগী আমেনা বেগম বাদি হয়ে লক্ষ্মীপুর সদর থানায় অভিযোগ প্রদান করেন।.

 .

জানা যায়, ইসলাম বক্স চৌকিদার বাড়ির মোহাম্মদ উল্লার ছেলে মুরাদ হোসেন প্রবাসে থাকেন। তার জন্য জন্য প্রবাসে কাঁঠাল পাঠানোর জন্য নিজেদের গাছ থেকে কাঁঠাল পাড়েন মুরাদের স্ত্রী আমেনা বেগম। এতে ক্ষীপ্ত হয়ে উঠেন মুরাদের ছোট ভাই মোঃ মোহন। অকথ্য ভাষায় গালাগাল করে গাছে থাকা সকল কাঁঠাল সে কেটে ফেলে। পরবর্তীতে মুরাদের ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এসময় মুরাদের স্ত্রী আমেনা বেগম, বোন মরিয়ম, মুক্তা ও  ভগ্নীপতি আবুল বাসারকে মারধর করে মোহন, তার স্ত্রী স্মৃতি আক্তার ও বাবা মোহাম্মদ উল্লাহ। .

 .

অভিযোগ করে প্রবাসী মুরাদ হোসেনের স্ত্রী আমেনা বেগম বলেন, দীর্ঘদিন থেকে আমার স্বামী মুরাদ হোসেনের সাথে তার ভাই মোহনের সাথে পারিবারিক বিরোধ চলে আসছে। আমার স্বামী প্রবাসে থাকায় সে ক্ষোভ আমার উপর উঠায়। আমাকে বিভিন্ন সময় গালাগাল করে। আমাকে মারধরও করেছে। পরবর্তীতে তা স্থানীয় ভাবে সমাধান হয়েছে। এখন আবার কাঠাঁল পাড়াকে কেন্দ্রে করে আমার উপর হামলা করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।.

 .

মুরাদের বোন ও ভগ্নীপতি বলেন, মোহনকে মুরাদ ও মরিয়ম বিদেশ পাঠিয়েছি। কিন্তু  এখন সে তা অস্বীকার করছে। সে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা পাকাচ্ছে। মোহন কারও কথা শুনে না। কিছু বলতে গেলে আমাদের উপরও হামলা করছে।  মুরাদের ভাইয়ের গাছের কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে সে ঝগড়াঝাঁটি করে এবং আমাদের মারধর করেছে। আমরা চাই এসবের সুষ্ঠু সমাধান।.

 .

অভিযোগের বিষয়ে জানতে বাড়িতে গিয়ে মোহনকে পাওয়া যায় নি। তার মুঠোফোনে কল দিলে রিসিভ করেনি। তবে তার বাবা মোহাম্মদ উল্লাহ বলেন, এগুলো পারিবারিক সমস্যা। পারিবারিক সমস্যায় মারামারি হয়েছে।.

 .

 .

এবিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির সময়ের কন্ঠস্বরকে বলেন, মামলার তদন্ত ও আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। মেডিকেল রিপোর্টের জন্য আবেদন করেছি।.

.

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ