• ঢাকা
  • রবিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

লক্ষ্মীপুরে অবরোধের সমর্থনে জামায়াতের বিক্ষোভ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:৩৫ পিএম;
লক্ষ্মীপুরে অবরোধের সমর্থনে জামায়াতের বিক্ষোভ
লক্ষ্মীপুরে অবরোধের সমর্থনে জামায়াতের বিক্ষোভ

লক্ষ্মীপুরে অবরোধের সমর্থনে পৌরসভার ভোলা- বরিশাল রোডে আজ রবিবার দপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আনোয়ার হোসেনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয। এ সময় উপস্থিত ছিলেন  থানা  জামায়াতের আমির ফয়েজ আহম্মদ,শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান, মাওলানা জহিরুল ইসলাম, এড, মনজুরুল আলম মিরন। এ সময নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগ সরকার ২০১৪ ও ২০১৮ সালে প্রহসনের নির্বাচন করে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। তারা অতীতের মতো আবারও একতরফা ভোটারবিহীন পাঁতানো নির্বাচনের ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই বিরোধী দলের মতামতকে অগ্রাহ্য করে গণতন্ত্র হরণকারী আওয়ামী সরকার অনুগত নির্বাচন কমিশনকে দিয়ে ফরমায়েসি তফলিস ঘোষণা করিয়েছে। সরকারের তল্পিবাহক নির্বাচন কমিশনের একতরফা তফসিল জাতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। সরকার অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে থাকার অসৎ উদ্দেশ্যে দেশকে একটি অকার্যকর, ব্যর্থ ও তাঁবেদার রাষ্ট্রে পরিণত করেছে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব আজ হুমকির মধ্যে পড়েছে।.

নেতৃবৃন্দ  বলেন, দেশকে ধ্বংসের হাত থেকে উদ্ধারের লক্ষ্যে জামায়াতের নিবন্ধন সংক্রান্ত মামলায় ন্যায়ভ্রষ্ট রায় ও ফরমায়েসি একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে এবং সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ সকল রাজবন্দি ও ওলামা-মাশায়েখের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে আমি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অবরোধের সমর্থনে এ বিক্ষোভ।.

এ ছাড়া জেলার ইটের পোল,দক্ষিন তেমুহনী,মান্দারী বাজার, রায়পুর পৌরশহর, রামগতিসহ কয়েক স্থানে পৃথক পৃথক বাভে বিক্ষোভ মিছিল হয়।. .

ডে-নাইট-নিউজ / আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর প্রতিনিধি:

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ