• ঢাকা
  • বুধবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

রামগতির সংরক্ষিত বট গাছটি কেটে ফেলল প্রভাবশালীরা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:২৫ এএম;
রামগতির সংরক্ষিত বট গাছটি কেটে ফেলল প্রভাবশালীরা
রামগতির সংরক্ষিত বট গাছটি কেটে ফেলল প্রভাবশালীরা

লক্ষ্মীপুরের  রামগতি উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের বট তলা এলাকার অর্ধশত  বছরের পুরানো বট গাছটি প্রভাব শালীরা কেটে ফেলেছে।সোমবারে বন বিভাগের সংরক্ষিত এই গাছ কেটে ফেলে চক্রটি।.

জানা গেছে, জনতা বাজার স্লুইস গেট সড়কের (পানি উন্নয়ন বোর্ডের বেড়ি বাধঁ) চার রাস্তার স্থানটি বট তলা  নামে পরিচিত। বট গাছের নামানুসারে জায়গাটি নাম করন করা হয়।বন বিভাগের রোপন করা  এগাছ কয়েক মাস আগে গাছ কাটার ইজারা দেওয়া হয়। তবে বট ও কিছু ঔষধি গাছ  এর বাইরে রাখে কতৃপক্ষ। এর পরও স্থানীয় প্রভাবশালী চক্র গাছটি কেটে ফেলেছে।.

বন বিভাগের সুফলভোগী সমিতির সভাপতি আব্দুর রব হাওলাদার জানান,কাউকে নাজানিয়ে একটি চক্র গাছটি কেটে ফেলেছে। এতে সমিতির সদস্যরা ক্ষুব্ধ। বন বিভাগের রামগতি উপজেলার বন কর্মকর্তার আব্দুল বাছেত বলেন,বট গাছটি টেন্ডারের বাহিরে রাখা হয়েছিল। তদন্ত  করে ব্যবস্থা নেওয়া হবে।লক্ষ্মীপুর জেলা বন কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আলম বলেন,গাছটির কিছু খন্ড অংশ জব্দ করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।. .

ডে-নাইট-নিউজ / নাসির মাহমুদ (লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি):

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ