রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা ও নাশকতার অভিযোগে বিএনপির ১৬১ জনের নামে মামলা করেছে পুলিশ। মামলায় ৪১ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে।.
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন জানান, শনিবার রাতে রাজবাড়ী সদর থানার এসআই মাহাবুব হোসেন বাদী হয়ে মামলাটি করেন।এদিকে এ মামলায় রাজবাড়ী পৌরসভার কাউন্সিলর ও জেলা মহিলা দলের যুগ্ম-আহ্বায়ক ফারজানা আক্তার ডেইজিসহ ১৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।.
পুলিশ জানায়, শনিবার জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবন থেকে একটি মিছিল বের করে নেতাকর্মীরা। এ সময় তারা শহরে নাশকতার সময় বাধা দিলে তারা পুলিশের ওপর হামলা করে। এ ঘটনায় রাতে সদর থানার এসআই মো. মাহাবুর হোসেন বাদী হয়ে একটি মামলা করেছেন।রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদত হোসেন জানান, এ মামলায় ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।. .
ডে-নাইট-নিউজ / আল-আমিন খোকন
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
আপনার মতামত লিখুন: