আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাবেশ আজ রোববার (২৫ জুন) বিকালে অনুষ্ঠিত হয়েছে। শুরুতে আওয়ামী লীগের ৯টি ওয়ার্ড থেকে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধারা পৃথক মিছিলসহকারে ইছাখালী মুক্তমঞ্চে এসে জমায়েত হন। সেখানে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়৷ পরে বিকাল ৩টার দিকে একই ধরণের টি-শার্ট পড়ে, জাতীয় ও দলীয় পতাকা হাতে র্যালিটি শুরু করা হয়। .
এটি উপজেলা কমপ্লেক্স ঘুরে কাপ্তাই সড়কের ইছাখালী, ঘাটচেক, রোয়াজারহাট প্রদক্ষিণ শেষে থানা সদরে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী। সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। .
বিশেষ অতিথি ছিলেন উত্তরজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কাশেম চিশতি, সদস্য আকতার হোসেন খান, রাঙ্গুনিয়া মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খাইরুল বশর মুন্সিসহ উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাতী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এরআগে পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে ২৩ জুন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।. .
ডে-নাইট-নিউজ / শ্রীকান্ত চৌধুরী, রাঙ্গুনিয়া প্রতিনিধি :
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
আপনার মতামত লিখুন: