• ঢাকা
  • সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ; ২১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

রহস্য ঘেরা মৃত্যুর দুদিন পর হত্যা মামলা করলো বাবা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০:৫৯ এএম;
রহস্য ঘেরা মৃত্যুর দুদিন পর হত্যা মামলা করলো বাবা
রহস্য ঘেরা মৃত্যুর দুদিন পর হত্যা মামলা করলো বাবা

স্টাফ রিপোর্টার রাকিব হাসান :টাঙ্গাইলের সখীপুরে বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান ওরফে রুবেলের (৫০) মৃত্যুর দুদিন পর হত্যা মামলা হয়েছে। আজ রোববার দুপুরে নিহত রুবেলের বাবা বাদী হয়ে সখীপুর থানায় এ মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়।.

 .

গত শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোস্তাফিজুর রহমান মারা যান। তিনি উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি সখীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মোয়াজ্জেম হোসেনের ছেলে। বিএনপি নেতা মোস্তাফিজুরের মৃত্যু নিয়ে দুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা–সমালোচনা চলছে। কেউ বলছে, সড়ক দুর্ঘটনা, কেউ বলছে মদ্যপান, আবার কেউ বলছে, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড।.

 .

 .

 .

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, কমপক্ষে ১০ বছর আগে ব্যবসা করার উদ্দেশ্যে মোস্তাফিজুর রহমান সখীপুর সোনালী ব্যাংক শাখার নিচতলার মার্কেটের একটি কক্ষ ভাড়া নেন। বছরখানেক ধরে ব্যবসা না করলেও ওই কক্ষ তিনি ব্যক্তিগত কার্যালয় হিসেবে ব্যবহার করতেন।.

 .

মামলার এজাহারে বাবা লিখেছেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে বৃহস্পতিবার রাত ১০টার দিকে সখীপুর উপজেলা সড়কে অবস্থিত ভোজন বিলাস হোটেল থেকে মোস্তাফিজুর বের হয়ে পূর্ব দিকে চলে যান। এরপর রাত সাড়ে ১২টার দিকে সখীপুর সোনালী ব্যাংকের নিচতলায় অবস্থিত তাঁর কার্যালয়ে আহত অবস্থায় ফিরে আসেন। বাবার ধারণা, এই আড়াই ঘণ্টা সময়ের মধ্যে মোস্তাফিজুরকে দুর্বৃত্তরা মদ পান করিয়ে বেদম মারধর করেছে। এ কারণেই তাঁর ছেলের মৃত্যু হয়েছে। এজাহারে এটাকে তিনি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেছেন। .

.

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ