• ঢাকা
  • সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

মঠবা‌ড়িয়ায় ব্যাং‌কের টাকা আত্মসা‌তের মামলা, ক্যা‌শিয়ার গ্রেফতার


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ২৫ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:১৫ এএম;
মঠবা‌ড়িয়ায় ব্যাং‌কের টাকা আত্মসা‌তের মামলা, ক্যা‌শিয়ার গ্রেফতার
মঠবা‌ড়িয়ায় ব্যাং‌কের টাকা আত্মসা‌তের মামলা, ক্যা‌শিয়ার গ্রেফতার

পি‌রোজপুর জেলার মঠবা‌ড়িয়া উপ‌জেলায়, ডাচ্-বাংলা এজেন্ট ব্যাং‌কের টাকা আত্মসা‌তের অভিযো‌গে ক্যা‌শিয়ার সহ প্রতারক চ‌ক্রের ৫ জ‌নের বিরু‌দ্ধে থানায় মামলা হ‌য়ে‌ছে। পুলিশ ক্যা‌শিয়ার মোঃ ইব্রাহীমকে শুক্র বার গ্রেফতার ক‌রে‌ছে। ইব্রাহীম উপ‌জেলার উত্তর মিঠাখালী গ্রা‌মের ইউনুস আলী হাওলাদা‌রের ছে‌লে। ইব্রাহীম ২০২১-২২ সা‌লে ৬৪২ জন নারীর ভি‌জি‌ডির ২০০ টাকা হা‌রে ২ বছ‌রের জমা টাকা আত্মসাৎ ক‌রেন।.

ঐ টাকার হিসাব না দিয়ে গ‌ড়িম‌সি কর‌লে নো‌টিশ দি‌য়ে তা‌কে এজেন্ট ব্যাংক মা‌লিক কার্যাল‌য়ে হা‌জির ক‌রেন। এর প‌রে টাকা প‌রি‌শো‌ধের আশ্বাস দি‌য়ে আরো ১০ লক্ষ টাকা নি‌য়ে লাপাত্তা হ‌য়ে যান। .

এ টাকা বি‌ভিন্ন উপা‌য়ে উদ্ধা‌রে ব্যার্থ হ‌য়ে এজেন্ট ব্যাং‌ক মা‌লিক প‌ক্ষের প‌রিচালক মোঃ মিজানুর রহমান ১৬ জুন ৫ জ‌নের বিরু‌দ্ধে মামলা ক‌রেন মিজানুর রহমান। তিনি জানান প্রতারক চক্র‌টি কৌশ‌লে প্রায় ৬৮লক্ষ টাকা আত্মসাৎ করায় বর্তমা‌নে তি‌নি নিঃস্ব হ‌য়ে প‌ড়ে‌ছেন।. .

ডে-নাইট-নিউজ / পি‌রোজপুর প্র‌তি‌নি‌ধি, জ‌হিরুল ইসলাম:

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ