• ঢাকা
  • সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্বনাথে শাহে কদমী হাফিজিয়া মাদ্রাসায় পাগড়ী বিতরণ সম্পন্ন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ২৬ ফেরুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৯:০০ পিএম;
বিশ্বনাথে শাহে কদমী হাফিজিয়া মাদ্রাসায় পাগড়ী বিতরণ সম্পন্ন
বিশ্বনাথে শাহে কদমী হাফিজিয়া মাদ্রাসায় পাগড়ী বিতরণ সম্পন্ন

মো: সায়েস্তা মিয়া, বিশ্বনাথ : পবিত্র সুবে বরাতের এবাদত, জিকির আজকার এবং হিফজ সম্পন্ন ছাত্রদের পাগড়ী বিতরণের মধ্য দিয়ে বার্ষিক খানকা মাহফিলের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের পাকিছিরি গ্রামে প্রতিষ্ঠিত শাহে কদমী সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ২৫ ফেব্রুয়ারী রোববার দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত ( সুবে বরাত) এর রজনীতে গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মোরাকাবা, মিলাদ, দ্বীনি আলোচনা তাবারুক বিতরণের আয়োজন মাদ্রাসা পরিচালনা কমিটি। .

 .

পবিত্র তরিকতে শাহে কদমীর ভক্ত আশেকান ও এলাকার শতশত মুসল্লীদের অংশগ্রহণে বার্ষিক এই মোরাকাবা মাহফিলে প্রধান অতিথি হিসেবে শুভাগমন করে নসিহত পেশ করেন মুন্সিগঞ্জের সিরাজদী খান উপজেলার পাউশার দরবার শরীফের সাজ্জাদানশীন, গদীনশীন পীর, আওলাদে রাসুল, শাহে কদমী সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা শাহ সূফী সৈয়দ আ. হ. ম মাহবুব উল্লাহ আল হাসানী আল হোসাইনি আল কদমী। .

 .

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের সদস্য (বিশ্বনাথ -৬), আসন্ন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী,  উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ। মাহফিলে ধর্মীয় আলোচনা করেন মাদ্রাসার মোহতামিম হাফিজ নুর আহমদ আল কদমী। .

 .

উক্ত মোবারক মাহফিলে উপস্থিত ছিলেন ২ নং খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুন নুর মেম্বার, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব সাবেক শিক্ষক মাষ্টার সুরুজ আলী, মাষ্টার আনছব আলী আল কদমী ছাতক, ইসরাক উদ্দিন, সাংবাদিক মো. সায়েস্তা মিয়া, আব্দুর রশীদ, মোজাম্মেল আলী, নুরুজ আলী, মুরব্বি আব্দুর রাজ্জাক, হাফিজ আপ্তাব উদ্দিন, দরবার শরীফ থেকে আগত মেহমান সুহেল খান আল কদমী , হারুন আহমদ, হোসাইন আহমদ, মারজান আহমদ, শাহানুর আহমদ লস্কর আল কদমী ভারত, হাফিজ মোহাম্মদ আলী, হাফিজ জামাল আহমদ, হাফিজ ওমর মোহাম্মদ হাম্মাদ, হাফিজ হাফিজ উল্লাহ মামুন, মো: সাহেল আহমদ, মো: মুহিবুর রহমান, জাবের আহমদ, খাজাঞ্চি ইউনিয়ন শ্রমিক লীগ নেতা আবুল বশর, আলী টেইলার্স, সিরাজুল ইসলাম সুবল, হোসাইন আহমদ ওয়াছির, রইছ আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। .

 .

হিফজ সম্পন্ন ছাত্র মো: হাফিজ উল্লাহ মামুন, হাফিজ মোহাম্মদ আলী, হাফিজ জামাল আহমদ কে পাগড়ী পরিদান ও সম্মাননা স্মারক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আওলাদে রাসুল শাহ সূফী সৈয়দ আ. হ. ম মাহবুব উল্লাহ আল কদমী। .

তাবারুক বিতরণের মাধ্যমে শুরু হওয়া উক্ত কর্মসূচি সমাপ্ত হয়েছে। .

 . .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ