• ঢাকা
  • বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ; ১৬ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্বনাথে ফার্মেসিতে আগুনে ১০ লক্ষ টাকার ক্ষতি


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৭:২৬ পিএম;
বিশ্বনাথে ফার্মেসিতে আগুনে ১০ লক্ষ টাকার ক্ষতি
বিশ্বনাথে ফার্মেসিতে আগুনে ১০ লক্ষ টাকার ক্ষতি

 .

বিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব মইনুর রহমানের মালিকাধীন  'রহমান মেডিসিনে ' বৈদ্যুতিক ( শর্ট সার্কিট) থেকে  আগুন লেগে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে একটি ঔষধের দোকান। .

 .

আগুনে পুড়ে যাওয়া ফার্মেসীতে প্রায় দশ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানাগেছে। ঘটনাটি ঘটেছে ১৪ জুলাই সোমবার রাত ৩টা ৩০ মিনিটে। .

 .

সোমবার গভীর রাতে বাজার পাহারায় নিয়োজিত ব্যক্তি তার দায়িত্ব পালনকালে দেখতে পান রহমান মেডিসিনের ভিতর থেকে আগুনের ধোঁয়া বের হচ্ছে। ধোঁয়া দেখে তিনি রহমান মেডিসিনের স্বত্বধিকারী আলহাজ্ব মইনুর রহমানকে ফোনকলে বিষয়টি অবগত করেন। খবর পেয়ে মইনুর রহমান সাথে সাথে এসে রহমান মেডিসিনের চার্টার খুলে দেখতে পান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন জ্বলছে। .

 .

এসময় মইনুর রহমান ও বাজার পাহারাদার ও আশে পাশের আরো কিছু লোকজনের সম্মেলিত সহযোগিতায় পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে তারা সক্ষম হন তারা। .

 .

বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক ও নেহা গ্রুপের চেয়ারম্যান আব্দুল মতিন রনি সকালে আগুনে ক্ষতিগ্রস্ত রহমান মেডিসিনের দোকান পরিদর্শন করেন। তিনি আক্ষেপ প্রকাশ করেন এবং ভবিয্যতে যাতে এরকম আর কোনো দুর্ঘটনা না ঘটে সে দিকে সবাইকে সচেতন থাকার আহবান জানান। . .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ