• ঢাকা
  • শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিএনপির সমাবেশে যোগদান করায় হামলা ও বাড়ি ভাংচুরের অভিযোগ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ০৫:৫৮ পিএম;
বিএনপির সমাবেশে যোগদান করায় হামলা ও বাড়ি ভাংচুরের অভিযোগ
বিএনপির সমাবেশে যোগদান করায় হামলা ও বাড়ি ভাংচুরের অভিযোগ

বিএনপির সমাবেশে যোগদান করায় কালীগঞ্জের বিভিন্ন গ্রামে নেতাকর্মীদের উপর হামলা ও বাড়ি ভাংচুরের অভিযোগ করেছে ঝিনাইদহ জেলা বিএনপি। জেলা বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় বুধবার ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল মাঠে অনুষ্ঠিত বিএনপির বিশাল সমাবেশ থেকে বাড়ি ফেরার পর থেকেই কালীগঞ্জের বিভিন্ন ইউনিয়নে আওয়ামীলীগের নেতাকর্মীরা বাড়ি বাড়ি হামলা ও ভাংচুর করে। জেলা বিএনপি এ ঘটনার প্রতিকার দাবী করে অবিলম্বে হামলা বন্ধের দাবী জানিয়েছেন। বিএনপি নেতা সাইফুল ইসলাম ফিরোজ অভিযোগ করেন, তার নির্বাচনী এলাকা কালীগঞ্জের বরোবাজার এলাকার সুবর্ণাসরা গ্রামের জিয়াউর রহমান, রবিউল ইসলাম, আশিক, মঈন আলী, জহুরুল ইসলাম, জগন্নাথপুর গ্রামের আব্দুল মান্না, লুচিয়া গ্রামের ওয়াজেদ গাজি, ইশারত আলী, বারফা গ্রামের হযরত আলী ও খামারমুন্দিয়া গ্রামের শরিফুল ইসলামকে মারধর ও হুমকী দেওয়া হয়। এ সময় সরকারী দলের নেতা কর্মীরা বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। বিএনপির সমাবেশে যোগ দেওয়ায় জেলার বিভিন্ন গ্রামে এ রকম হুমকী দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তবে এ বিষয়ে কালীগঞ্জ থানায় যোগাযোগ করা হলে পুলিশ জানায়, তাদের কাছে এখনো কেও অভিযোগ করেনি।.

.

ডে-নাইট-নিউজ / ঝিনাইদহ প্রতিনিধিঃ

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ