• ঢাকা
  • শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বাঞ্ছারামপুরে বিএনপি-জামায়াত জোটকে নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে দেয়া হবে না


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৫:২৮ পিএম;
বাঞ্ছারামপুরে বিএনপি-জামায়াত জোটকে নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে দেয়া হবে না
বাঞ্ছারামপুরে বিএনপি-জামায়াত জোটকে নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে দেয়া হবে না

ব্্রাক্ষণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় আজকের বিএনপি-জামায়াত জোটের ডাকা আন্দোলন ও সমাবেশকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো শক্ত অবস্থান নেয়।  উপজেলা আওয়ামী লীগের ধারনা বিএনপি-জামায়াত জোট আন্দোলন ও সমাবেশের নামে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করতে পারে। এরই পরিপ্্েরক্ষিতে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন এর নেতারা বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব সাইদুল ইসলাম (বকুল চেয়ারম্যান) বলেন, বাঞ্ছারামপুরের মাটিতে বিএনপি-জামায়াত জোটকে নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে দেয়া হবে না। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন একই কথা বলেন।.


উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জনাব মাহমুদুল হাসান ভূইয়া বলেন, বিএনপি-জামায়াত জোট সব সময় আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করে । তাই আজকে বিএনপি-জামায়াত জোটকে সমাবেশের নামে নাশকতা করতে সুযোগ দেয়া হবে না। তিনি আরো ও বলেন বিএনপি-জামায়াত জন বিচ্ছিন্ন একটি দল। উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সোহেল রানা বলেন, বিএনপি-জামায়াত আজকে আন্দোলন এর নামে নাশকতা করতে পারে, তাই আমরা জনগনের কথা ভেবে মাঠে আছি। বিক্ষোভ সমাবেশে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ স্থানীয় তৃনমূল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন এবং শান্তি পূর্ন অবস্থান কর্মসূচি পালন করেন।.

বিএনপি ও জামায়াত আন্দোলনের ডাক দিয়ে এখনো সমাবেশ করতে আসেনি। (সময় বিকেল: ৪:২০)
 . .

ডে-নাইট-নিউজ / M H Jewel Khandakar

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ