• ঢাকা
  • শনিবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বগুড়ার দুটি আসনে মনোনয়নপত্র কিনেছেন হিরো আলম


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ০২ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:১০ পিএম;
বগুড়ার দুটি আসনে মনোনয়নপত্র কিনেছেন হিরো আলম
বগুড়ার দুটি আসনে মনোনয়নপত্র কিনেছেন হিরো আলম

বিএনপির পদত্যাগ করা বগুড়ার দুটি সংসদীয় আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।.

আজ সোমবার (২ জানুয়ারি) বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) এই দুই আসনের উপ-নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন তিনি।.

মনোনয়নপত্র কেনার পর সংবাদমাধ্যমকে বলেন, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন। আগামী ৫ তারিখের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। আমি এর আগেই জমা দিয়ে দেবো।.

বিএনপির দলীয় সিদ্ধান্তে বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্যরা গত ১১ ডিসেম্বর স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। আসন দুটি শূন্য ঘোষণার পর ১ ফেব্রুয়ারি ইভিএমে ভোটগ্রহণের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।.

তফসিল অনুযায়ী, উপ-নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৫ জানুয়ারি। ৮ জানুয়ারি মনোনয়ন বাছাই ও ১৫ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে।.

.

ডে-নাইট-নিউজ /

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ