বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিংশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে আগামী ১৯ আগস্ট পদযাত্রা সফল করেতে জনগনের মাঝে লিফলেট বিতরন করেছে ঝিনাইদহ জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বৃহস্পতিবার জেলা শহরের বিভিন্ন স্পটে দাড়িয়ে বিএনপি নেতারা এই প্রচারণা চালান।.
পদযাত্রা সফল করতে ১০টি গ্রুপ গঠন করে শহরের বিভিন্ন এলাকার পথচারী, দোকানী, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে লিফলেট বিতরন করা হয়। এ সময় জেলা বিএনপির সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক সাজেদুজ্জামান পপ্পু, জাহাঙ্গীর হোসেন, জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রণক, জেলা যুবদলের সাধারন সম্পাদক আশরাফুর ইসলাম পিন্টু, জেলা ছাত্র দলের সভাপতি সোমেনুজ্জামান সোমেন ও জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মানিকসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন। লিফলেট বিতরণকালে সাধারণ মানুষের উদ্দেশ্যে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ বলেন, আওয়ামীলীগ সরকার গণতন্ত্রের টুটি চেপে ধরেছে।.
তারা সংবিধানের দোহাই দিয়ে মানুষের মৌলিক অধিকার, গনতন্ত্র ও মানবাধিকার বিপন্ন করেছে। তিনি প্রশ্ন রেখে বলেন, সংবিধান তো সেটাই, যেটা দেশের মানুষ চাই। নির্যাতিত গনতন্ত্রমনা মানুষের এই ভাষা যদি শেখ হাসিনা সরকার না বোঝে তবে তাদের জন্য কঠিন সময় অপেক্ষা করছে বলে এম এ মজিদ উল্লেখ করেন।. .
ডে-নাইট-নিউজ / আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
আপনার মতামত লিখুন: