
সূর্য আহমেদ মিঠুন : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলী মদীনাবাগ রাস্তার ঠিক মাথায় পথচারীদের সহায়তায় গত(৪ জুলাই) ২০২৫, শুক্রবার বিকেলে অজ্ঞাত দুটি শিশুকে উদ্ধার করা হয়। শিশুদুটি নিজেদের নাম বললেও তারা কোথায় থাকে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি।.
উদ্ধারকৃত শিশুরা ১. আরাফা (৪) পিতা: সুমন (কার্টুন ফ্যাক্টরিতে কর্মরত) মাতা: শাহনাজ ২. আছিয়া (৪) পিতা: ফিরোজ, মাতা: রুমা।
.
তথ্য সূত্রে জানা যায়, স্থানীয় পথচারীরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে শিশুদের অভিভাবকদের সন্ধান না পেয়ে বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে অবগত করে । পরে থানা পুলিশ এসে শিশুদের থানায় নিয়ে যায় এবং তাদের নিরাপদ আশ্রয়ে রাখে। পরবর্তীতে সিদ্ধিরগঞ্জ থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর আলম
এর সঙ্গে জাতীয় নিউজ পোর্টাল ডে-নাইট নিউজের এ বিষয়ে কথা হলে তিনি জানান, সিদ্ধিরগঞ্জ থানা কর্তৃপক্ষের পক্ষ থেকে শিশু দুটির অভিভাবকদের খোঁজ পেতে সর্বাত্মক প্রচেষ্টা করেছে। এবং পাশাপাশি গণমাধ্যমকর্মী দের ও আন্তরিক সহযোগিতায় শিশু দুটির পরিবার কে খুঁজে পাওয়া য়ায় এবং তাদের হাতে তাদের সন্তান দের বুঝিয়ে দেওয়া হয়েছে।
.
.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: