• ঢাকা
  • শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

টানা চতুর্থবার সংসদে, মন্ত্রিসভায় হ্যাটট্রিক পলকের


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৪:৫৬ পিএম;
টানা চতুর্থবার সংসদে, মন্ত্রিসভায় হ্যাটট্রিক পলকের
টানা চতুর্থবার সংসদে, মন্ত্রিসভায় হ্যাটট্রিক পলকের

আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদে যে সরকার গঠন করতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় মন্ত্রিসভার শপথ। .

দ্বাদশ সংসদের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিতে ফোন পেয়েছেন জুনাইদ আহমেদ পলক। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাকে শপথ নিতে ফোন করা হয় বলে জানা গেছে। তিনি শেখ হাসিনার পঞ্চম মন্ত্রিসভার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। .

পলক ২০০৮ সাল থেকে টানা সংসদে প্রতিনিধিত্ব করছেন। আর শেখ হাসিনার মন্ত্রিসভায় হ্যাটট্রিক হচ্ছে তার। .

জুনাইদ আহমেদ পলক ১৯৮০ সালের ১৭ মে নাটোর জেলার সিংডা উপজেলার সেরকোল তেলিগ্রাম এ জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ফয়েজ উদ্দিন এবং মায়ের নাম জামিলা আহমেদ। .

বাবা মরহুম ফয়েজ উদ্দিনের পদানুসরণ করে জুনাইদ আহমেদ পলক ২০ বছর বয়সে আওয়ামী লীগের একজন সদস্য হিসেবে রাজনীতিতে যোগ দেন। ২৮ বছর বয়সে ২০০৮ সালে সিংড়া নির্বাচনি এলাকা থেকে আওয়ামী লীগের মনোনয়ন পান।.

একাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন পলক। তিনি ২০১৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগের নাটোর জেলার সিংড়া উপজেলা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচিত বাংলাদেশের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য।. .

ডে-নাইট-নিউজ /

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ