• ঢাকা
  • শনিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৪ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

টাংগাইল ০৮ আসনে বি এন পি'র নীরব ভোট বিপ্লব


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ০২ জানুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৬:২৭ পিএম;
টাংগাইল ০৮ আসনে বি এন পি'র নীরব ভোট বিপ্লব
টাংগাইল ০৮ আসনে বি এন পি'র নীরব ভোট বিপ্লব

টাংগাইল ০৮ আসনে বি এন পি'র নীরব ভোট বিপ্লব প্রার্থী কাদের সিদ্দিকী গামছা এবং জয় নৌকা সারা দেশের মতো টাংগাইল ০৮ (বাসাইল- সখীপুর) আসনেও চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হাওয়া। তবে এখানে দেশের অন্যান্য আসনের চেয়ে নির্বাচনী আমেজ একটু ভিন্ন। কেননা এখানে নৌকার প্রার্থী অনুপম শাহজাহান জয়ের সাথে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করছেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ( গামছা প্রতীক) মুক্তি যুদ্ধের জীবন্ত কিংবদন্তি মহানায়ক বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম। আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী অনুপম শাহজাহান জয়ের দলীয় সাপোর্ট এবং ভোটে এগিয়ে থাকলেও বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম এর দলীয় সাপোর্ট এবং ভোট কোন অংশে কম নয়।.

 .

ভোটের লড়াইয়ে দুজনেই হাড্ডা হাড্ডি অবস্থানে। এ আসনটিতে বি এন পি'র যতেষ্ট পরিমান ভোট আছে। ভোটারের শতকরা হিসেবে দেখা যায় আওয়ামী লীগ প্রায় ৩০%, বি এন পি'রও প্রায় ৩০%, কৃষক শ্রমিক জনতা লীগেরও প্রায় ৩০% বাকি ১০% অন্যান্য দলের। বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম এক সময় আওয়ামী লীগের নেতা এবং সাংসদও ছিলেন। তিনি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে নিজের দল কৃষক শ্রমিক জনতা লীগ গঠন করেছেন। তিনি তাঁর গড়া দল কৃষক শ্রমিক জনতা লীগ থেকেও একবার এমপি হয়েছিলেন। সেই হিসাব অনুযায়ী বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম এর যতেষ্ট পরিমান ভোট আছে। যদিও নৌকা এবং গামছার ভোট প্রায় সমান সমান সেক্ষেত্রে কে জিতবে আর কে হারবে তা অনুমান করা যতেষ্ট কষ্ট সাধ্য ব্যাপার! তবে যেহেতু এ আসনটিতে বি এন পির বড় অংশের একটা ভোট আছে আর তারা নির্বাচনেও অংশ গ্রহণ করেনি তাই বি এন পিই হবে জেতার ট্রাম্প কার্ড।.

 .

যদি বি এন পি'র কিছু অংশ ভোটার নীরবে ভোট প্রদান করে তবে তারা হয়তো নৌকায় ভোট দিবেননা।তারা ভোট দিলে গামছার প্রার্থী বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তমকেই দিবেন। সেই হিসেবে জড়িপ করলে দেখা যায় বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তমই হবেন দ্বাদশ জাতীয় সংসদের টাংগাইল ০৮ আসনের মাননীয় এমপি। উল্লেখ থাকে যে, এ আসনটি হতে বি এন পি'র প্রার্থীও দুবার এমপি হয়েছিলেন।তাই বি এন পিকে কোন ভাবেই এড়িয়ে যাওয়া কিংবা ছোট করে দেখার কোন কারন নেই। সাথে বি এন পি'র শরীক দল গুলোকেও। সুতরাং সর্বশেষ এটাই প্রতীয়মান হয় যে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গামছার প্রার্থী বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তমই জয়ের দ্বারপ্রান্তে।.

.

ডে-নাইট-নিউজ / সাদিক বিপ্লব

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ