ঝিনাইদহ থেকে আজ খুলনা অভিমুখে বিএনপির রোডমার্চ.
কেন্দ্রীয় নেতাদের মিলনমেলায় ঝিনাইদহ শহর রোডমার্চকে ঘিরে ব্যাপক আয়োজন.
.
বিএনপির খুলনা অভিমুখে রোডমার্চকে ঘিরে কেন্দ্রীয় নেতাদের মিলন মেলায় পরিণত হয়েছে ঝিনাইদহ। সর্বত্রই উচ্ছাস আর আড়ম্বর পরিবেশ। বিশেষ করে ঝিনাইদহ ছাড়াও কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার বিএনপির নেতাকর্মীদের মাঝে আজ (২৬ সেপ্টম্বর) মঙ্গলবারের রোডমার্চকে ঘিরে প্রানচাঞ্চল্য ফিরে এসেছে। কেন্দ্রীয় ও বাইরের নেতাকর্মীদের বরণ করতে ঝিনাইদহ জেলা বিএনপি সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। রোডমার্চের উদ্বোধণী অনুষ্ঠান স্মরনীয় করতে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাসটার্মিনাল সাজানো হয়েছে বর্ণিল সাজে। এদিকে রোডমার্চে যোগ দিতে বিএনপির অংগসংগঠনের সাংগঠনিক কমিটির শীর্ষ নেতারা সোমবার বিকাল থেকেই ঝিনাইদহে আসতে শুরু করেন। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম এম মজিদ জানান, রোডমার্চের হোস্ট জেলা হিসেবে ঝিনাইদহ শহর এখন কেন্দ্রীয় নেতাদের মিলন মেলায় পরিণত হয়েছে। বিএনপির শীর্ষ নেতা ছাড়াও রোডমার্চে যোগ দিতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩০ জন, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সম্পাদকসহ ৩০ জন. কৃষকদলের ১০ জন ও মৎস্যজীবী দলের ৫জন কেন্দ্রীয় নেতা ঝিনাইদহে আসছেন।বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম এম মজিদ বলেন, ঝিনাইদহে রোডমার্চকে ঘিরে তৃণমুলে আবেগঘন পরিবেশ বিরাজ করছে। তিনি আশা করেন চার জেলার প্রায় দুই লাখ নেতাকর্মী ঝিনাইদহের রোডমার্চে অংশ গ্রহন করবেন। ঝিনাইদহ থেকে শুরু হয়ে রোডমার্চ মাগুরা ও যশোর হয়ে খুলনা পৌছাবে। এ উপলক্ষ্যে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাসটার্মিনালে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড এম এ মজিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস উপস্থিত থাকবেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ^র চন্দ্র রায়, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মেহদী আহম্মেদ রুমী, বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদ (খুলনা) অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দীন, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড আসাদুজ্জামান ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডুসহ শতাধীক কেন্দ্রীয় নেতা উপস্থিত থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করবেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা। .
রোডমার্চের আয়োজক জেলার বিএনপির সভাপতি এ্যাড এম এ মজিদ বলেন, অবৈধ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে কেন্দ্রীয় বিএনপির কর্মসুচি হিসেবে এই রোডমার্চের আয়োজন করা হচ্ছে। তিনি বলেন, এই রোডমার্চের মধ্য দিয়ে ফ্যাসিষ্ট সরকারের পতন ঘটানো হবে। .
ডে-নাইট-নিউজ / আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
আপনার মতামত লিখুন: