• ঢাকা
  • সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

মানবাধিকার দিবসে ঝিনাইদহ জেলা বিএনপির মানববন্ধন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৫:৪৪ পিএম;
মানবাধিকার দিবসে ঝিনাইদহ জেলা বিএনপির মানববন্ধন
মানবাধিকার দিবসে ঝিনাইদহ জেলা বিএনপির মানববন্ধন

সদর উপজেলার বেড়াশুলা গ্রামের জসিম উদ্দীন একজন রেমিটেন্স যোদ্ধা। ১০ বছর বিদেশে ছিলেন। ৬ মাস আগে বাড়ি ফিরেছেন। সরকার বিরোধী সমর্থক বানিয়ে তাকে নাশকতা মামলায় গ্রেফতার করেছে। তিনি এখন জেলখানায় বন্দি। দিনের পর দিন চলে যাচ্ছে, জামিন মিলছে না। জসিমের মতো বাদপুকুর গ্রামের আল ফারুক একজন চাতাল ব্যবসায়ী। ব্যবসার বাইরে তার কোন পরিচয় নেই। নিজ চাতালে বোমা তৈরী করছিলেন এমন অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।.

এমন অবিচারের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বিএনপি। রোববার সকালে মানবাধিকার লংঘনের শিকার নেতাকর্মী ও তাদের স্বজনদের উপস্থিতিতে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচীতে অংশ গ্রহন করেন। বিএনপি, মহিলা দলসহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা পৃথক ব্যানার নিয়ে এই কর্মসুচিতে অংশ নেয়।.

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড এম এম মজিদের সার্বিক তত্বাবধানে কর্মসূচীতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, জেলা বিএনপির উপদেষ্টা ও ঝিনাইদহ আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. রবিউল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. শামসুজ্জামান লাকি, জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড. জাকারিয়া মিলন, মহিলা দলের সাধারণ সম্পাদক তহুরা খাতুন ও জেলা বিএনপির আইন বিষয়ক সহ-সম্পাদক এ্যাড. আব্দুল আলিম বক্তব্য রাখেন।.

মানববন্ধন কর্মসুচি শেষে এক সমাবেশে বক্তারা বলেন, বিএনপির চলমান আন্দোলন ঘিরে সরকার পুলিশ বাহিনী দিয়ে নিরীহ কর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতার করে কারাগারে রেখেছে। মাসের পর মাস তাদের পরিবারের সদস্যরা মানবেতর জীবনযাপন করছেন। আদালওেত জামিন মিলছে না। গায়েবী, মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে গ্রেফতার করে হাজতে আটকে রাখা চরম মানবাধিকার লঙ্ঘন। বক্তারা দ্রæত এসব নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা।. .

ডে-নাইট-নিউজ / আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ 

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ