• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ; ০৯ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

জয়পুরহাটে লাইসেন্সবিহীন ভেটেরিনারি ওষুধ কারখানা সিলগালা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৬:২৩ পিএম;
জয়পুরহাটে লাইসেন্সবিহীন ভেটেরিনারি ওষুধ কারখানা সিলগালা
জয়পুরহাটে লাইসেন্সবিহীন ভেটেরিনারি ওষুধ কারখানা সিলগালা

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈলে লাইসেন্সবিহীন ওষুধ ও প্রিমিক্স উৎপাদনের দায়ে সৌদি বাংলা এগ্রোভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।.

 .

জেলার সদর উপজেলার জলাটুল গ্রামে প্রাণিসম্পদ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই মানহীন ভেটেরিনারি ওষুধ ও প্রিমিক্স উৎপাদন করে আসছিল সৌদি বাংলা এগ্রোভেট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান।  মঙ্গলবার বিকেলে প্রাণিসম্পদ অধিদপ্তর, ভোক্তা অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করেন দেয় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয় প্রশাসন।.

 .

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন, সদর প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, ভোক্তা অধিকার জয়পুরহাটের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মেহেদি হাসান ও নিরাপদ খাদ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ রাসেল।.

জয়পুরহাট সদর উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা, ডাঃ জিয়াউর রহমান বলেন, সদর উপজেলার জলাটুল গ্রামের আবু সাইম অনুমোদনবিহীন সৌদি বাংলা এগ্রোভেট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান করেন। তার কোন এক্সপার্টও নেই ( কেমিস্ট)। মনগড়া অনুপাতে বিভিন্ন উপকরণ মিশ্রিত করার পাশাপাশি বিভিন্ন কালারিং রিয়েজেন্ট ব্যবহার করেন। কোন ল্যাব টেস্টও করেন না তিনি। এমনকি লাইসেন্স না নিয়েও সে ডিএলএস নাম্বার ব্যবহার করেছে। এরকম নানা অপরাধে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।  অনুমোদনবিহীন এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।. .

ডে-নাইট-নিউজ /

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ