
রামু প্রতিনিধি : জাতীয় সাংবাদিক সংস্থা’র রামু উপজেলা কমিটি অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টায় কক্সবাজার জেলা কমিটির সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক ওসমান গনি ইলি এবং সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।.
.
নবগঠিত ১১ সদস্য বিশিষ্ট কমিটিতে সাংবাদিক কায়েদ আলম কায়সারকে সভাপতি, ইমরান উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ নোমানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।.
কমিটি অনুমোদনের পর নবনির্বাচিত সভাপতি কায়েদ আলম কায়সার বলেন, জাতীয় সাংবাদিক সংস্থা’র মতো একটি জাতীয় সংগঠনের দায়িত্ব পাওয়া আমার জন্য যেমন গৌরবের,তেমনি অনেক বড় দায়িত্বও বটে। রামুর সাংবাদিকদের ঐক্যবদ্ধ করা,তাদের স্বার্থ সংরক্ষণ এবং পেশাদারিত্ব বৃদ্ধির জন্য আমি কাজ করতে চাই।.
সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন বলেন,আমি বিশ্বাস করি সাংবাদিকতার মান উন্নয়ন,স্থানীয় সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি এবং সমস্যাগুলো সমাধানে আমরা একসাথে কাজ করতে পারব। রামুর সাংবাদিক সমাজকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়া আমাদের লক্ষ্য।.
সংস্থার কক্সবাজার জেলা কার্যালয় থেকে এ কমিটি অনুমোদন প্রদান করা হয়। আগামী এক বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবে।.
.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: