• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৯ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ছিটকে নয়;তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ২৭ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৭:৫৩ পিএম;
ছিটকে নয়;তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
ছিটকে নয়;তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা

কাতার বিশ্বকাপ-২০২২ লুসাইল স্টেডিয়ামই ভেন্যু যেখানে লিওনেল মেসি গোল করার পরেও সৌদি আরবের কাছে হেরে গিয়েছিল সবার প্রিয় আর্জেন্টিনা। একই ভেন্যুতে শনিবার রাত ১ টায় হেরে যাওয়ার গ্লানি মুছে দিলো মেসির আর্জেন্টিনা এবং বিশ্বকাপের 'সি' গ্রুপে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠে সকল আর্জেন্টাইন ভক্তদের মন রাখতে সক্ষম হলো। এই একই মাঠে ব্রাজিলিয়ান ফুটবলার রিচার্লিসন অনবদ্য দুটি গোল করে জিতিয়েছেন ব্রাজিলকে।.

খেলা শুরু হওয়ার ৬৪ মিনিটে মেক্সিকোর বিপক্ষে দুর্দান্ত গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দিলেন সেই মেসি। ডান দিক থেকে দি মারিয়া পাস দিয়েছিলেন মেসিকে। বাঁ পায়ের মেসির গড়ানো শট গোলকিপার ওচোয়াকে পরাস্ত করে জালে জড়িয়ে যায়। এরপর ম্যাচের ৮৭ মিনিটে বক্সের ডান দিক থেকে দু’জন ডিফেন্ডারকে পায়ের দোলায় কাটিয়ে গোলের কোণ দিয়ে দিয়ে বল জালে জড়ালেন তরুণ এনজ়ো ফের্নান্দেস। ম্যাচ কার্যত মেসিদের পকেটেই ডুকে গেলো।.

ম্যাচ শেষে মেসি বলেন,‘আমাদের বিশ্বকাপ শুরু হলো আজ। আমি সমর্থকদের একই কথা বলবো যে আমাদের উপর আস্থা রাখুন। আজ আমাদের যা করার দরকার ছিল তাই করেছি। আমাদের অন্য কোন পথ ছিল না। আমরা ম্যাচ জিতলে অন্যদের উপর নির্ভর করতে হবে না। প্রথমার্ধে আমরা ভাল খেলতে পারিনি। দ্বিতীয়ার্ধে আমরা শান্ত থেকে ভাল খেলার চেষ্টা করেছি'।.

এদিকে মেক্সিকো এ নিয়ে বিশ্বকাপে চারবার আর্জেন্টিনার মুখোমুখি হয়ে প্রতিবারই পরাজিত হলো। তারা পোল্যান্ডের সাথে প্রথম ম্যাচ ড্র করায় এক পয়েন্ট পেয়েছিল। শেষ ম্যাচে মেক্সিকো খেলবে সৌদি আরবের সাথে। দ্বিতীয় রাউন্ডে ওঠার আশা বাচিয়ে রাখতে তাদেরকে শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে জিততেই হবে। সৌদি আরবের সংগ্রহ তিন পয়েন্ট। তারা যদি মেক্সিকোকে পরাজিত করতে পারে তাহলে তারও উঠে যাবে শেষ ষোলতে।.

মেক্সিকো বনাম আর্জেন্টিনা ইতিহাস:-.

মেক্সিকোর সঙ্গে এ পর্যন্ত সব মিলিয়ে ৩০ ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। এর অর্ধেকসংখ্যক ম্যাচেই জিতেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অর্থাৎ ১৫ ম্যাচ জিতেছে আর্জেন্টিনা। ৪ ম্যাচ জিতেছে মেক্সিকো ও বাকি ১১ ম্যাচ ড্র হয়েছে। দুই দলের মুখোমুখি হওয়া ৩০ ম্যাচের মধ্যে ৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বিশ্বকাপে।.

আর্জেন্টিনা–মেক্সিকো মুখোমুখি হওয়ার ইতিহাসে প্রথম ম্যাচটিই বিশ্বকাপে। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে একই গ্রুপে পড়েছিল মেক্সিকো ও আর্জেন্টিনা। গুইলার্মো স্ট্যাবিল–ভারাল্লোদের আর্জেন্টিনা ৬–৩ গোলে হারিয়েছিল মেক্সিকোকে। এর ৭৬ বছর পর বিশ্বকাপে দ্বিতীয়বার মুখোমুখি হয় আর্জন্টিনা–মেক্সিকো। ২০০৬ বিশ্বকাপে লাইপজিগে সে ম্যাচেও মেক্সিকোকে হারিয়েছিল আর্জেন্টিনা।.

আর্জেন্টিনা দলের অধিনায়ক ও তারকা ফুটবলার লিওনেল মেসি এ পর্যন্ত ৫ বার মেক্সিকোর মুখোমুখি হয়েছেন। ৪ জয় ও ১ ড্রয়ে মেক্সিকোর বিপক্ষে তাঁর স্মৃতিটা বেশ সুখকর। এই ৫ ম্যাচে আর্জেন্টিনার করা ১৪ গোলের ৩টি মেসির। ২টি গোল বানিয়েও দিয়েছেন। ২০০৬ বিশ্বকাপের শেষ ষোলোয় প্রথমবারের মতো মেক্সিকোর মুখোমুখি হয়ে ৩৬ মিনিট খেলেছিলেন মেসি। কোনো গোল পাননি। পরের বছর কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনার ৩–০ গোলের জয়ে গোল করেছিলেন মেসি। মেক্সিকোর বিপক্ষে এ পর্যন্ত ২টি প্রীতি ম্যাচে মুখোমুখি হয়ে দুটিতেই একটি করে গোল করেছেন মেসি। গোল বানিয়েছেন একটি। ২০১০ বিশ্বকাপ শেষ ষোলোয় মুখোমুখিতে একটি গোলও বানিয়েছিলেন।. .

ডে-নাইট-নিউজ / স্পোর্টস ডেস্ক:

খেলাধুলা বিভাগের জনপ্রিয় সংবাদ