• ঢাকা
  • রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ; ১৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

চাঁদাবাজি ও সন্ত্রাসের প্রতিবাদে লক্ষ্মীপুরে যুব আন্দোলনের বিক্ষোভ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৭:৪৪ পিএম;
চাঁদাবাজি ও সন্ত্রাসের প্রতিবাদে লক্ষ্মীপুরে যুব আন্দোলনের বিক্ষোভ
চাঁদাবাজি ও সন্ত্রাসের প্রতিবাদে লক্ষ্মীপুরে যুব আন্দোলনের বিক্ষোভ

লক্ষ্মীপুর প্রতিনিধি: দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সম্প্রতি এক ব্যবসায়ীকে পাথর মেরে হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) দুপুরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, লক্ষ্মীপুর জেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।.

 .

 .

মিছিলটি শহরের দক্ষিণ তেমুহনী এলাকা থেকে শুরু হয়ে উত্তর তেমুহনীতে গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল—.

  • "পাথর মেরে মানুষ হত্যা—এ কেমন বর্বরতা?"
  • "বিএনপির অনেক গুণ—৯ মাসে দেড়শো খুন!"
  • "নৌকা আর ধানের শীষ—দুই সাপে একই বিষ!"
  • "চাঁদা তোলে পল্টনে—ভাগ যায় লন্ডনে!"
  • "চাঁদা আনলে পুরস্কার—ধরা খেলে বহিষ্কার!"
  • "খুনিরা খুন করে—প্রশাসন কী করে?"
  • "ফ্যাসিবাদ গেছে যে পথে—চাঁদাবাজ যাবে সে পথে!"

মিছিল শেষে উত্তর তেমুহনী এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।.

 .

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মাওলানা মোখলেছুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ শোরাফ উদ্দিন স্বপন।.

 .

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, লক্ষ্মীপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলাওয়ার হোসাইন।.

 .

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মাওলানা জহির উদ্দিন।.

 .

এছাড়াও বক্তব্য রাখেন, জেলা জয়েন্ট সেক্রেটারি মাওলানা ইউসুফ আল মাহমুদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা লোকমান মাজহারী, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি ডা. নাছির আহম্মেদ, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সহ-সভাপতি মুহা. আব্দুল্লাহ আল মুরাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমরান হোসাইন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা নূরুল আলম।.

এসময় যুব আন্দোলনের জেলা সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।. .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ