বিএনপির হরতালের প্রতববাদে দিনাজপুরের ফুলবাড়ীতে অবস্থান কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ। রবিবার সকাল ১০টা থেকে উপজেলা দলীয় কার্যালয়সহ ৭টি ইউনিয়নে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। .
অবস্থান কর্মসূচির বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল বলেন, বিএনপি জামায়াত হরতালের নামে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। আমরা বিএনপি জামায়াতের অপতৎপরতা প্রতিহত করতে রাজপথে প্রস্তুত আছি। বিএনপি জামায়াত কোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সাথে সাথে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। .
এদিকে ফুলবাড়ীতে বিএনপির হরতাল উপেক্ষা করে চলাচল করছে বিভিন্ন যানবাহন। তবে দূরপাল্লার কোনো যান ছেড়ে যেতে দেখা যায়নি।.
পরিবহন সংশ্লিষ্টরা জানান, হরতালে নাশকতার আতঙ্কে সড়কে যাত্রী কম। যাত্রীর সংখ্যা বাড়তে থাকায় অন্তঃ জেলায় কিছু বাস চলাচল শুরু করেছে। অন্যান্য পরিবহন চলাচলও স্বাভাবিক রয়েছে। এছাড়া ফুলবাড়ীতে হরতাল সমর্থনে বিএনপি সমর্থকদের কোন অবস্থান দেখা যায়নি।.
এছাড়াও হরতালকে ঘিরে পৌরশহরে পুলিশের টহলসহ মোড়ে মোড়ে পুলিশ সদস্যদেরকে অবস্থান নিতে দেখা গেছে।.
ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
আপনার মতামত লিখুন: