• ঢাকা
  • রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ; ০৩ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

সিলেটের জকিগঞ্জ ৮ গ্রাম থেকে নিখোজ এক বৃদ্ধের লাশ উদ্ধার


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ০২ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৭:৪৫ পিএম;
সিলেটের জকিগঞ্জ ৮ গ্রাম থেকে নিখোজ এক বৃদ্ধের লাশ উদ্ধার
সিলেটের জকিগঞ্জ ৮ গ্রাম থেকে নিখোজ এক বৃদ্ধের লাশ উদ্ধার

 .

সিলেট প্রতিনিধি : সিলেটে শুক্রবার রাতে নিখোঁজ এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম মো মাহমুদ আলী (৬৫)। শনিবার (২ আগস্ট) দুপুরের দিকে জকিগঞ্জ উপজেলার আটগ্রাম মাদারনগর এলাকার একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মাহমুদ আলী কানাইঘাট উপজেলার বড়চাতল গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।.

 .

 .

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহমুদ আলী শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন। ওই দিন বাদ জুম’আ তাঁর বাড়িতে এক অপরিচিত ব্যক্তি আসেন। পরে সেই ব্যক্তি মাহমুদ আলীকে বাইরে নিয়ে যান। এরপর থেকে তিনি আর ফিরে আসেননি।.

 .

শনিবার সকালে আটগ্রাম মাদারনগর এলাকায় ধানক্ষেতে স্থানীয়রা একটি লাশ পড়ে থাকতে দেখেন এবং পুলিশে খবর দেন। লাশের পাশে তার ব্যবহৃত টর্চ লাইট, জুতা এবং একটি হ্যান্ড গøাভস পাওয়া যায়। এরপর মাহমুদ আলীর পরিবারের লোকজন লাশটি সনাক্ত করেন।.

 .

এ ঘটনায় গ্রামজুড়ে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকেই ঘটনাটিকে রহস্যজনক বলে মনে করছেন। স্থানীয়দের দাবি, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়; বরং পূর্বপরিকল্পিত হত্যাকান্ড হওয়ার আলামত রয়েছে।.

ঘটনার বিষয়ে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পাশাপাশি আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি।.

 . .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ