টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নে ঝুকিপূর্ণ শিশুদের নিয়ে "বাল্যবিবাহ ও শিশু শ্রম"প্রতিরোধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।.
আজ (৩ এপ্রিল)কাকড়াজান ইউনিয়ন পরিষদের হল রুমে উদয়ন জনসংগঠন ও শিশু সুরক্ষা কমিটির উদ্যোগে তালিকাভুক্ত ঝুঁকিপূর্ণ শিশু এবং শিশু, কিশোর- কিশোরী দলের সদস্য ও অভিভাকদের অংশগ্রহনে "বাল্যবিবাহ ও শিশু শ্রম "প্রতিরোধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। .
এ আলোচনা সভায় অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় ৪৫ জন। এসময় উপস্থিত ছিলেন, ১নং কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন দুলাল, গড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম তালুকদার, দিঘিরচালা দাখিল মাদ্রাসার শিক্ষক, গড়বাড়ি বাজার বনিক কমিটি ও শিক্ষক সমন্বয় কমিটির সদস্য মিজানুর রহমান লেবু, মনিটরিং এন্ড চাইল্ড প্রটেকশন অফিসার মিঃ সতুয়েল রিছিল, পিসিআরসিডিপি, ফিল্ড এনিমেটর সুফলা রানী, পিসিআরসিডিপি (আজকের মিটিং এর সঞ্চালক), উদয়ন জনসংগঠনের সদস্য ভারতী রানী, শিশু সুরক্ষা কমিটির সদস্য নূরভানু, সাবেক শিশু সুরক্ষা কমিটির সদস্য ও ইউপি মহিলা সদস্য কমলা বেগম, বর্তমান ইউপি মহিলা সদস্য ও ইউপি সদস্য বিপ্লব কুমার বর্মনসহ প্রমুখ।.
জানা যায়, কাকড়াজানের দুর্গাপুর গ্রামে বিকেল ৩ টায় "বাল্যবিবাহ ও শিশু শ্রম" প্রতিরোধ বিষয়ক একই সভা অনুষ্ঠিত হয় এবং আগামী ৫ এপ্রিল মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে এই একই বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। .
এদিকে এমন সময়োপযোগী মহৎই পদক্ষেপকে সাধুবাদ জানান স্থানীয় চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন দুলাল।.
ডে-নাইট-নিউজ /
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
আপনার মতামত লিখুন: