মহেশপুর উপজেলার আলামপুর গ্রামে শুক্রবার সন্ধ্যায় নিহত যুবলীগ নেতা হানিফ মন্ডলের লাশ নিয়ে পরিবারের স্বজন ও গ্রামবাসি মানববন্ধন করেছে। শনিবার বিকাল ৪টার দিকে নিহত’র লাশ গ্রামে পৌছালে তারা “আমরা খুনিদের ফাঁসি চাই” ব্যানার নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।.
যুবলীগের ওয়ার্ড সভাপতি নিহত হানিফ আলামপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। শুক্রবার ফুটবল খেলা নিয়ে সৃষ্ট সংঘর্ষে শুক্রবার সন্ধ্যার দিকে হানিফকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় হানিফের পিতা রফিকুল ইসলাম স্থানীয় ইউপি মম্বর আব্দুল মালেককে প্রধান আসামী করে মামলা করেছেন। .
মামলা রাসেল, জালাল, মনির, মস্তোফা, আসলাম, আলামিন, মোমিন ও ওয়াসিমকে আসামী করা হয়েছে। পুলিশ জালাল নামে একজনকে গ্রেফতার করেছে। প্রত্যক্ষদর্শী আলামপুর গ্রামের সফিকুল ইসলাম জানান, খেলার মধ্যে প্লেয়ার বদল নিয়ে আয়োজক আব্দুল মালেকের ভাই রাসেলের সঙ্গে সবুজের তর্কবিতর্ক হয়। এরপর সংঘর্ষে রুপ নেয়। সংঘর্ষের মধ্যেই যুবলীগ নেতা হানিফকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। .
এ ঘটনায় আলামপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে শফিকুল ইসলাম (৩৫), মকবুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৭) ও শফিকুল ইসলামের ছেলে মতিয়ার রহমান(৩৫) আহত হন। মহেশপুর থানার ওসি খোন্দকার শামিম উদ্দীন জানান, এ হত্যাকান্ডের ঘটনায় জালাল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।. .
ডে-নাইট-নিউজ / আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
আপনার মতামত লিখুন: