• ঢাকা
  • বৃহস্পতিবার, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ভোলাগঞ্জ প্রিমিয়ার লীগ ১৩তম আসরের ফাইনাল খেলা সম্পন্ন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শুক্রবার, ১০ মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৮:২৪ পিএম;
ভোলাগঞ্জ প্রিমিয়ার লীগ ১৩তম আসরের ফাইনাল খেলা সম্পন্ন
ভোলাগঞ্জ প্রিমিয়ার লীগ ১৩তম আসরের ফাইনাল খেলা সম্পন্ন

বিশ্বনাথ প্রতিনিধি : আজ ১০ই মে শুক্রবার বিশ্বনাথ উপজেলার চারিগ্রাম ভোলাগঞ্জ গ্রামের  ফুটবল প্রিমিয়ার লীগ ২০২৪ এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। এবারের আসরে ৪টি টিম অংশগ্রহণ করেছিল। ফাইনালে ট্রাইবেকারে এলিট ফোর্স কে হারিয়ে জয়লাভ করেছে ব্রাদার্স ইউনিটি।.

চ্যাম্পিয়ন : ব্রাদার্স ইউনিটি.

রানার্সআপ : এলিট ফোর্স.

টুর্ণামেন্ট সেরা: নাজিম (এলিট ফোর্স).

টুর্ণামেন্ট সেরা কিপার: ফাহিম (ব্রাদার্স).

ম্যান অব দ্যা ফাইনাল: নাইম (এলিট ফোর্স).

 .

উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব-নির্বাচিত উউপজেলা ভাইস চেয়ারম্যান মুহিবুর রহমান সুইট। .

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরব শাহ রঃ একাডেমির সাবেক সভাপতি মাসুক মিয়া,বর্তমান সভাপতি তুরণ মিয়া ও  ক্রীড়া ব্যক্তিত্ব এস এম রফিক আহমদ। .

উপস্থিত ছিলেন,গ্রামের মুরব্বি আব্দুল মুতলিব,আব্দুল হান্নান, চান্দু মিয়া,আব্দুল লতিফ,আব্দুস শহীদ সহ অন্যান্যরা।.

 .

খেলা পরিচালনায় ছিলেন,মাষ্টার শামিম আহমেদ, জলাল মিয়া,সাজু মিয়া, আব্দুল ফাহাদ,মুন্না কামাল,আব্দুল কাইয়ুম, ফয়েজ আহমদ,হাফিজুর রহমান, নাজিম উদ্দিন,রায়হান,আমিন উদ্দিন,ফাহিম আহমদ সহ ৪টি  দলের টিম ম্যানেজার বৃন্দ।.

প্রবাস থেকে  আর্থিক সহায়তা দেন আব্দুল মোমিন,সাহাব উদ্দিন,আবুল লেইছ ও প্রমুখ।.

খেলা শেষে প্র‍্যাডিকশন বিজয়ী ও টিম ম্যানেজারদের মধ্যে গাছ ও রানার্সআপ ও চ্যাম্পিয়নদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।. .

ডে-নাইট-নিউজ /

খেলাধুলা বিভাগের জনপ্রিয় সংবাদ