দিনাজপুরের ফুলবাড়ীতে শনিবার (২৮ অক্টোবর) শান্তি সমাবেশ পালন করেছে উপজেলা আওয়ামী লীগ।
বিকাল সাড়ে চারটায় নিমতলাস্থ দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হুদা।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,  দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক গণশিক্ষামন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, সহ সভাপতি আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম ডাবলু, পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মওলা রঞ্জু, উপজেলা আওয়ামী লীগের সদস সৈয়দ মেহেদী হাসান রুবেল,  মানিক সরকার প্রমুখ।
এতে উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখার আওয়ামী লীগসহ এর অঙ্গ সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এছাড়াও সমাবেশকে ঘিরে পৌরশহরে পুলিশের টহলসহ মোড়ে মোড়ে পুলিশ সদস্যদেরকে অবস্থান নিতে দেখা গেছে।.
ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
আপনার মতামত লিখুন: