
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে দীর্ঘ ১৬ বছর পরে ভান্ডারিয়া উপজেলা বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ জুলাই) দুপুর ১ টায় উপজেলার পৌর অডিটরিয়াম মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। .
.
সম্মেলনে উপজেলা বিএনপি'র আহ্বায়ক আহম্মদ সোহেল মনজুর সুমন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুস সালাম আজাদ। পিরোজপুর জেলা বিএনপি'র আহ্বায়ক অধ্যক্ষ আলোমগী হোসেন সম্মেলন এর উদ্বোধন করেন। .
.
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপি'র সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু, বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পরিবার কল্যাণ বিষয়ক সহ সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল কবীর লাবু, কেন্দ্রীয় বিএনপির সদস্য এলিজা জামান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপি’র সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। সম্মেলনের সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মনির হোসেন আকন।.
.
এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের জেলা এবং উপজেলা পর্যায়ে বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রথম অধিবেশনের শেষে দ্বিতীয় অধিবেশনের কাউন্সিল অনুষ্ঠিত হয়। . .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: