
বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথের নাজির বাজারে নব দিগন্ত স্পোর্টস ক্লাব কর্তৃক আয়োজিত বিশিষ্ট ক্রিড়া ব্যাক্তিত্ব ও প্রবাসী মিজানুর রহমান মিজান সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ জানুয়ারী সোমবার বিকেলে নাজির বাজার পশ্চিমের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।.
.
উক্ত ফাইনালে এফ সিসি ঝাঝর ও এ আর ইন্টার টেইনমেন্ট ক্লাবের মধ্যকার খেলায় ৩৬ রানে জয়লাভ করে এ আর ইন্টার টেইনমেন্ট ক্লাব।.
হাফিজুর রহমান অমির পরিচালনায় সুলতান মাহমুদ টিপুর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মিজানুর রহমান মিজান. সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতও বক্তব্য রাখেন, বিশ্বনাথ ও ওসমানী নগর স্যোসাল সোসাইটি ইউ.কে এর সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী শমসাদুর রহমান রাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএমজি কার্গো ইউকে এর চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী মনির আহমদ, জাগরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম ফারুক, বিশ্বনাথ স্পোর্টস অরগাইজেশন ইউকে’র যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিজান, ৬ নং বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মো: দয়াল উদ্দিন তালুকদার, কমিউনিটি নেতা ও যুক্তরাজ্য প্রবাসী জুবায়ের আহমদ, বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সহ-সভাপতি এসএনবি মিডিয়ার পরিচালক সাংবাদিক এ কে এম তুহেম, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. সায়েস্তা মিয়া প্রমুখ।.
এসময় আরো উপস্থিত ছিলেন উভয় ক্লাবের ক্রিকেটার , ক্রিড়ামোদী দর্শক ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।.
খেলা শেষে বিজয়ী দলের মধ্যে আনুষ্ঠানিক ভাবে আর্থিক পুরস্কার প্রদান করেন অনুষ্টানের অতিথিবৃন্দ।.
. .
ডে-নাইট-নিউজ /
কপিরাইট © 2015-2025 Dnnbd.com, ডে-নাইট গ্রুপের একটি অংঙ্গ প্রতিষ্ঠান।
Design & Developed by ICT Sky Ltd.
আপনার মতামত লিখুন: