• ঢাকা
  • বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ; ৩০ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

দীর্ঘ ২৮ বছর পর লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হবে জামায়াতের জনসভা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শুক্রবার, ২১ ফেরুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৭:৪৪ পিএম;
দীর্ঘ ২৮ বছর পর লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হবে জামায়াতের জনসভা
দীর্ঘ ২৮ বছর পর লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হবে জামায়াতের জনসভা
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ দীর্ঘ ২৮ বছর পর লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনসভা। দীর্ঘদিন পর এই জনসভাকে কেন্দ্র করে উচ্ছ্বাসিত নেতাকর্মীরা। আগামীকাল ২২শে ফেব্রুয়ারী, লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে এ গণজমায়েত অনুষ্ঠিত হবে।
 
 
শুক্রবার (২১ ফেব্রুয়ারী) দুপুরে সাংবাদিক সম্মেলন করে প্রস্তুতির কথা জানান জেলা জামায়াত। 
 
 
এদিকে, এ সম্মেলনে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তার আগমনকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি।
 
 
 
তারা জানান, কেন্দ্রীয় আমীরের আগমন উপলক্ষে সকল প্রস্তুতি শেষ করেছে তারা। কেন্দ্রীয় আমীর ছাড়াও এ গণজমায়েতে উপস্থিত থাকার কথা রয়েছে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা এ টি এম মাসুম, চট্টগ্রাম মহানগরীর আমীর শাহাজান চৌধুরী, কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, ঢাকা মহানগরীর উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এড. আতিকুর রহমান, ঢাকাস্থ লক্ষ্মীপুর ফোরামের সভাপতি ডা. আনোয়ারুল আজীম।
 
 
শহরে ঘুরে দেখা যায়, জেলা জুড়ে শুভেচ্ছা তোরণ, ব্যানার, পোস্টার, ফেস্টুনে ছেয়ে গেছে বিভিন্ন বাজার ও রাস্তাঘাট। জেলার সর্বত্র চলছে মাইকিং। চলছে খোলা ট্রাকে ভ্রাম্যমাণ প্রচারণা সম্বলিত ইসলামী সংগীত। সবখানে সাজ-সাজ রব-রব পড়ে গেছে দলটির সর্বোচ্চ নেতার আগমন উপলক্ষে। চায়ের টেবিল থেকে শুরু করে সর্বত্র সকল শ্রেণি পেশার মানুষের মুখে মুখে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের আগমনী বার্তা শোনা যাচ্ছে। জেলাবাসী ডা. শফিকুর রহমানকে সাদরে গ্রহণ করার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে।
.

ডে-নাইট-নিউজ /

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ