 
             
			
           
 প্রিয় পাঠকগণ আসসালামু আলাইকুম ! ডে-নাইট নিউজ অনলাইন পোর্টাল এর পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। নিশ্চয়ই সবাই সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছেন। বন্ধুরা ! আমরা সবাই জানি যে বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ আর এই যুগে অনলাইন নিউজ গুলো দিন দিন খুবই জনপ্রিয় হয়ে উঠছে। এখন কেউ আর একদিন আগের পুরানো সংবাদ গুলো পড়তে চায় না। সবাই চায় প্রতি মুহূর্তের সংবাদ গুলো প্রতি মুহূর্তের মধ্যে জানতে ও জানাতে। মাছ পচেঁ গেলে যেমন কেউ কিনে না তেমনি নিউজ পুরানো হয়ে গেলে কেউ আর তা বেশি পড়তে চায় না। প্রায় ৯৫% সংবাদ এর ক্ষেত্রে মানুষ পুরানো সংবাদ গুলোকে আমলে নিতে চায় না। আর সে কথায় বিবেচনায় নিয়ে আমাদের অনলাইন পোর্টাল ডে-নাইট নিউজ বিগত ২০১৫ সন এর ১লা নভেম্বর থেকে দেশ-বিদেশের খবর গুলো সংগ্রহ করে ঘন্টায় ঘন্টায় আপডেট দিয়ে আসছে। ডে-নাইট নিউজ কখনো মিথ্যা, গুজব, ভূয়া, নোংড়া ও অসত্য সংবাদ পরিবেশন করে না। যারা লিখতে পছন্দ করেন, পড়তে পছন্দ করেন তারাই মুলত অন্যের লেখাকে মূল্যায়ন করতে জানেন। সারাদেশে ডে-নাইট নিউজের সকল রিপোর্টার, প্রতিনিধি ও সংবাদ সংগ্রহ কারি ভাই ও বোনদের প্রতি আমার বিশেষ আহবান যে আপনারা সব সময় সততা নিয়ে কাজ করুন। মানুষের বিপদে পাশে থেকে সুন্দর ও সৎ লিখনী দিয়ে সহযোগিতা করুন। কখনো একা কারে বিষয়ে বিচার শালিস করতে যাবেন না। প্রধমত স্থানীয় প্রধানদের সহযোগিতা নিন. দ্বিতীয়ত আইণ শৃংখলা বাহিনীর সাহায্য নিন। আমার এগিয়ে যাচ্ছি আমরা এগিয়ে যাব। ডে-নাইট নিউজ এর পাশাপাশি আমরা ডে-নাইট মানবাধিকার নিয়ে কাজ করেও, এক উজ্জল দৃষ্টান্ত স্থাপন করব ইনশাল্লাহ। সবাই একে অপরের পাশে থাকুন আমাদের উদ্দেশ্য সত্য তাই আমার সফল হবোই হবো। মানুষকে ভালোবাসুন, প্রকৃতিকে ভালোবাসুন, সৃষ্টির সব সৃষ্টিকে ভালোবাসুন দেখবেন আপনার মাঝে দেশ প্রেম জাগ্রত হবে। এখন থেকে দেশ প্রেম মুখে মুখে নয় কাজে প্রমাণ করে দেখাতে হবে যে, আপনী দেশকে ভালোবাসেন। আমরা যে সময় যে সরকার আসবে সে সময় সে সরকার এর পাশে থেকে দেশের জন্য কাজ করব। সরকারের ভাল কাছের প্রশংসাও মন্দ কাজ গুলোর বিষয়ে যাচাই-বাচাই করে গঠন মূলক সমালোচনা করব। ডে-নাইট নিউজের সকল শুভাকাঙ্ক্ষী, পাঠক, লেখক, সংবাদ সংগ্রকারী, সকল ভাই-বোনদের প্রতি রইল শুভ কামনা, সবাই ভাল থাকবেন,ভালো থাকতে চেষ্টা করবেন। সত্য ও সুন্দরের খোঁজে সবসময় ডে-নাইট নিউজের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ!.
.
ডে-নাইট-নিউজ / মোঃ সাদেকুল ইসলাম সাদিক
.webp) 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								.webp) 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								.webp) 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									.webp) 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									
আপনার মতামত লিখুন: