ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, জাতীয় সরকারের অধীনে আগামী নির্বাচন দিতে হবে। ২০১৪ সালে যে ভাবে নির্বাচন করেছেন এতে জাতি কিছু বলেনি, ২০১৮ সালে নির্বাচন দিনের ভোট রাতে করেছেন জাতি চুপ ছিলো, কিছু বলেনি। তবে ২০২৪ এর নির্বাচন এমন আর করতে দেয়া হবে না।.
জাতীয় সরকারের অধিনে নির্বাচন দিতে হবে। আমরা ভাত ডালের অধিকার চাই। তেল গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি অবশ্যই কমিয়ে আনতে হবে। ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙ্গে ফেলতে হবে। খাদ্য মন্ত্রী বলেছেন ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙ্গা সমভব নয় কিভাবে সিন্ডিকেট ভাংবেন আপনি নিজেই তো সিন্ডিকেটের প্রধান। আমাদের কাছে ক্ষমতা দেন ইসলামের হাতে ক্ষমতা দিলে কোন সিন্ডিকেট থাকবে না।.
তিনি আরো বলেন জনগণের জন্যই সংবিধান তৈরি করা হয়েছে। জনগন যেই দাবী তুলবে গনতান্ত্রিক রাষ্ট্রে সেটাই সংবিধান। তাই জনগনের চাহিদা অনুযায়ী আগামী নির্বাচন জাতীয় সরকারের অধীনে দিতেই হবে। সংবিধান ৭২ এ রচিত হয়ে বারবার সংশোধিত হয়েছে, পরিবর্তন হয়েছে। তাই জনগন যেটা করবে সেটাই সংবিধান, আর জনগন যেটা চাইবে না সেটা বাংলাদেশের সংবিধান হতে পারেনা। তাই জনগনের দাবী মেনে নিয়েই জাতীয় সরকার গঠন করে আগামী নির্বাচন দিতে হবে। আজ রোববার বিকেলে পিরোজপুর শহরের পুরাতন পৌরসভা সড়কে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন।.
জেলা সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলার সভাপতি মাওলানা মো: ইয়াহহিয়া হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য মাওলানা নুরুল হুদা ফয়েজী, বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, পিরোজপুর জেলার প্রধান উপদেষ্টা মাওলানা মো: মাসুদ বিল্লাহ।. .
ডে-নাইট-নিউজ / পিরোজপুর প্রতিনিধি :
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
আপনার মতামত লিখুন: