
স্টাফ রিপোর্টার রাকিব হাসান : সখিপুর উপজেলার গজারিয়া গ্রামের রাস্তা এটি।রাস্তা নয় যেনো ধান চাষের জমি।এ রাস্তাটি গজারিয়া টু জয় বাংলা, কামার পাড়া,পাথারপুর চলে গেছে।সাধীনতার এতো বছর পরেও অবহেলিত এ অঞ্চলের প্রায় ৩০ হাজার মানুষ।প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুল গামী ছাত্র ছাত্রী দের, কর্মজীবী মানুষ, ব্যাবসায়ীদের, কৃষি পন্য, চিকিৎসার জন্য যাতায়াত করতে গিয়ে চরম ভোগান্তিতে পরতে হয়।বর্ষা শুরু হতেই এই রাস্তা যেনো এক খন্ড খালে পরিনত হয়েছে,জন জীবনে হতাশা যেনো এই রাস্তা,ছাত্র ছাত্রী রা এই রাস্তায় স্কুলে যাওয়ার সময় অনেকে পিচলে পরে গিয়ে ইতিমধ্যে আহত হয়েছে।এই রাস্তার নাম শুনলে কোন যানবাহন ও যেতে চায় না,হেটেই কয়েক মেইল চলাচল করতে হয়।গর্ভবতী এ দুর্ঘটনায় আহত ব্যাক্তিদের দ্রুত ডাক্তার কাছে নেওয়া সম্বভ হয় না। এই এলাকায় বেড়ে উঠেছে অনেক বরেণ্য ব্যাক্তি বর্গ রাজনৈতিক নেতা তার পরেও চরম দুর্ভোগ এ এই গ্রামের মানুষ ।এই অবহেলিত গ্রামের মানুষের প্রানের আকুতি দ্রুত এই গ্রামের রাস্তাটি মেরামত হোক।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: