পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় চড়ের কাঠ মহাল থেকে ইজারা সংগ্রহের সময় ইজারা সংগ্রহকারীকে শারিরীকভাবে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে উপজেলার আওয়ামী লীগ সমর্থিত স্বরূপকাঠী পৌরসভার মেয়র গোলাম কবিরের বিরুদ্ধে।.
এ ঘটনায় ভূক্তভোগী মোঃ আব্দুর রহিম (৪৩) বাদী হয়ে সোমবার নেছারাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন।.
রহিম জানান, জেলা প্রশাসনের কাছ থেকে তিশা এন্টারপ্রাইজ এর নামে লিজ নেওয়ার পর থেকেই সন্ধ্যা নদীর তীরে স্বরূপকাঠী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের পাশের কাঠমহাল থেকে ইজারা সংগ্রহ করছেন তিনি। ইজারা সংগ্রহের সময় সোমবার দুপুরের দিকে স্বরূপকাঠী পৌরসভার মেয়র মোঃ গোলাম কবির এবং তার সহযোগী মোঃ আউয়াল তাকে ইজারা সংগ্রহ করতে বাধা দেয়। বাধা না শোনায় গোলাম কবির তাকে জামার কলার ধরে শারীরিকভাবে লাঞ্চিত করে। পরবর্তীতে কাঠমহাল থেকে কোন ইজারা সংগ্রহ না করার জন্য তাকে বিভিন্ন ধরণের হুমকিও দেয় গোলাম কবির।.
ভূক্তভোগী রহিম আরও জানায়, কাঠমহালের একটি অংশ দাবি করে স্বরূপকাঠী পৌরসভার পক্ষ থেকে উচ্চ আদালতে একটি আবেদন করেছে গোলাম কবির। তবে এ বিষয়ে আদালত থেকে এখন পর্যন্ত কোন রায় দেওয়া হয়নি। এরপরও ক্ষমতার অপব্যবহার করে সে প্রকৃত ইজারাদারদের ইজারা সংগ্রহে বাধা দিচ্ছে।.
কাঠমহাল থেকে ইজারা সংগ্রহে বাঁধা দেওয়ার বিষয়টি স্বীকার করলেও রহিমকে লাঞ্চিতের বিষয়টি অস্বীকার করেছেন গোলাম কবির। তবে কি কারণে ইজারা সংগ্রহে বাঁধা দিয়েছেন এর কোন সদুত্তর দিতে পারেননি পৌর মেয়র।.
উল্লেখ্য, এর আগেও ২০১৭ সালের এপ্রিল মাসে সুন্দরবন থেকে অবৈধভাবে আহরিত কাঠ আটক করায় সাজ্জাদ হোসেন নামে সেখানকার এক বন কর্মকর্তাকে পৌরসভায় ডেকে নিয়ে মারধোর করেছিল গোলাম কবির। এ ঘটনায় গোলাম কবির সহ ৪ জনের বিরুদ্ধে আদালতে একটি মামলাও দায়ের হয়েছিল।.
এই ঘটনায় স্বরূপকঠি পৌরসভার মেয়র গোলাম কবিরকে বারবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি তাই তার কোন বক্তব্য পাওয়া যায়নি।. .
ডে-নাইট-নিউজ / পিরোজপুর প্রতিনিধি :
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
আপনার মতামত লিখুন: