
.
মো. সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মধ্যে চারটি রাস্তা ও একটি অফিসের জন্য মোট ৫টি উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে পৌর প্রশাসন। ৫ টি প্রকল্পের ব্যয় ধরা হয়েছে মোট ৬৮ লাখ ৮০ হাজার ১২৭ টাকা। গেল ২৪ জুলাই টেন্ডার আহবান করেছে কতৃপক্ষ। টেন্ডারে অংশ নেওয়ার শেষ সময় ১৩ আগস্ট পরযন্ত। দরপত্র খোলা হবে ১৪ই আগস্ট।.
.
পৌরসভার উন্নয়নে গত ২৯ জুন রবিবার ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ৯ কোটি ৭০ লক্ষ ১৩ হাজার ৫৬১ টাকার আনুষ্ঠানিক উন্নয়ন বাজেট ঘোষনা করা হয়। বাজেট বাস্তবায়নের এডিবি’র বিশেষ বরাদ্দ খাত থেকে সম্প্রতি হাতে নেওয়া ৫টি প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে পৌর প্রশাসন থেকে জানা গেছে।.
.
গ্রহনকৃত ৫টি প্রকল্পের মধ্যে পৌরসভার ১ নং ওয়ার্ডের অলংকারী মেইন রোড থেকে রাজনগর মসজিদ পরযন্ত ৩০৬ মিটার আরসিসি রাস্তা উন্নয়নের ব্যয় ধরা হয়েছে ২০ লক্ষ ১৫ হাজার ২৮১ টাকা। ২ নং ওয়ার্ডের বিশ্বনাথ সিলেট মিইন রোড হতে কারিকোনা-দূর্গাপুর ১৫৫.৪৮ মিটার আরসিসি রাস্তার ব্যয় ধরা হয়েছে ৯ লক্ষ ৭৬ হাজার ২৮৩ টাকা। ৩ নং ওয়ার্ডের জগন্নাথপুর কালিগঞ্জ মেইন রোড মাদ্রাসা হতে গন্দারকাপন ৫৬৪.০২ মিটার বি.সি রাস্তার উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১৫ লক্ষ ১১ হাজার ২০৯ টাকা। ৪ নং ওয়ার্ডের শ্রীপুর বিসি রোড থেকে শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় রোড আরসিসি ২৬৬ মিটার রাস্তার ব্যয় ধরা হয়েছে ১৯ লক্ষ ৪৮ হাজার ৬০৪ টাকা। এছাড়া পৌরসভার অফিসের জন্য ল্যাপটপ- ডেক্সটপ,প্রিন্টার, মনিটর, ফটো মেশিন ক্রয় বাবদ একটি প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪ লক্ষ ২৮ হাজার ৭৫০ টাকা।.
উন্নয়ন প্রকল্প গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আলা উদ্দিন কাদের। . .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: