• ঢাকা
  • রবিবার, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ; ২৪ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

১মাস ৬দিন পরও খোঁজ মিলেনে বিশ্বনাথের কিশোর ইয়াসিন আহমদ গুলজারের


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ২৪ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৭:২২ পিএম;
১মাস ৬দিন পরও খোঁজ মিলেনে বিশ্বনাথের কিশোর ইয়াসিন আহমদ গুলজারের
১মাস ৬দিন পরও খোঁজ মিলেনে বিশ্বনাথের কিশোর ইয়াসিন আহমদ গুলজারের

 .

বিশ্বনাথ প্রতিনিধি: নিখোঁজের ১ মাস ৬ দিন পেরিয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আজিজ নগর গ্রামের গয়াছ আলীর ছেলে মাদ্রাসা পড়ুয়া ইয়াসিন আহমদ গুলজারের।.

 .

বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আজিজ নগর মাদ্রাসায় হিফজ বিভাগে পড়ুয়া ছাত্র গুলজার ( ১৬)  বিগত ১৮ জুলাই সকাল আনুমানিক ১০ঘটিকার সময় বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আর ফিরে আসেনি। ছেলে নিখোঁজের পর তার পিতা গয়াছ আলী উরফে রয়াছ আলী সম্ভাব্য সকল স্থানে খোঁজাখোঁজির পর তিনি  ৫ আগস্ট বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরী করেন। থানায় ডায়েরী নং ২১০/০৫/০৮/২০২৫ খ্রি:।.

কিশোর ইয়াসিন আহমদ গুলজার নিখোজের পর বিষয়টি গণমাধ্যমে ফলাও করে প্রচার এবং প্রশাসনের তৎপরতার পর এখনো তাঁর সন্ধান না পাওয়ায় সিএনজি ড্রাইভার পিতা গয়াছ আলী পুত্রের চিন্তায় পাগলপ্রায় অবস্থায় দিন যাপন করছেন। কিশোর ইয়াসিনের মা নেই এবং তাঁর ছোট আরো দুই ভাই বোন রয়েছে।  .

 .

 .

ইয়াসিনের পিতা গয়াছ আলী পুত্র নিখোঁজের পর থানায় ইয়াসিনের সৎমাকে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগ এফআইআর না করায় তিনি হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, আমার অভিযোগ পুলিশ আমলে নিলে এবং ছেলের সৎমায়ের আত্মীয় স্বজনের বাড়িতে অভিযান চালালে হয়তো তাকে পাওয়া যেতে পারে।.

 .

এব্যাপারে বিশ্বনাথ থানার এস আই পান্না লাল দেব জানান, নিখোঁজের বিষয়টি থানায় ডায়রিভুক্ত আছে এবং বিষয়টি আইনীভাবে পর‌্যবেক্ষণে রয়েছে। দেশের সকল থানায় তথ্য প্রেরণ রয়েছে। তার সন্ধানের আমরা তৎপর রয়েছি।. .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ