• ঢাকা
  • শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ১৮ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্বনাথে স্বাস্থ্যবিধি অমান্য করায় অর্থদণ্ড, ৮টি সিএনজি জব্দ 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ২৬ জুলাই, ২০২১ খ্রিস্টাব্দ, ১২:৪০ পিএম;
স্বাস্থ্যবিধি অমান্য করায় অর্থদণ্ড
স্বাস্থ্যবিধি অমান্য করায় অর্থদণ্ড

ঈদ পরবর্তী লকডাউনের তৃতীয় দিনে আজ সিলেটের বিশ্বনাথে  উপজেলা প্রশাসনের অভিযানে বিশ্বনাথ পৌর এলাকার বিভিন্ন স্থানে স্বাস্থ্য বিধি ও সরকারের নির্দেশ অমান্য করায় ৮টি ভিন্ন মামলায় ৮২০০/-টাকা  অর্থদণ্ড প্রদান করা হয়েছে।.

এসময় সরকারী নির্দেশনা অমান্য করে সিএনজি স্ট্যান্ড পরিচালনা করায় মোবাইল কোর্টের মাধ্যমে ৮সিএনজি আটক করা হয়।.

মাক্স বিহীন ড্রাইভাররা মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে গাড়ি রেখে পালিয়ে গেলে গাড়ি গুলো জব্দ করে বিশ্বনাথ থানা হেফাজতে রাখা হয়।.

বিশ্বনাথ উপজেলার পৌর প্রশাসক ইউএনও সুমন চন্দ্র দাসের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। .

পরবর্তীতে সিএনজি স্ট্যান্ডের প্রতিনিধিগণ সিএনজি গুলো ছাড়িয়ে নেয়ার অনুরোধ করলে প্রশাসন থেকে তাদের পর্যাপ্ত খাদ্য সহায়তা প্রদানের আশ্বাস দিয়ে তাদের অনুরোধ প্রত্যাখ্যান করেন নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক। এসময় পৌর প্রশাসকের পক্ষে স্বাস্থ্য বিধি মেনে চলে পরিবার ও দেশকে সুরক্ষিত রাখার আহবান জানানো হয়।.

.

ডে-নাইট-নিউজ / মুহাম্মদ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধিঃ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ