সূর্য আহমেদ মিঠুন - স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থেকে একটি প্রাইভেট কার নকল চাবি দিয়ে চুরি করে একটি চোর সিন্ডিকেট। পরে ভুক্তভোগী সিদ্দিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শাহীনুর আলমের সাথে বিষয়টি শেয়ার করে আইনি সহযোগিতা চায়। এবং ওসি গাড়ি চুরির বিষয়টি শোনার পর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত চুরি হওয়া প্রাইভেট গাড়িটি উদ্ধারে তিনি ও তার টিম এস আই ওয়াসিম আকরাম ও এ এস আই ফিরোজ সহ অন্য সদস্য নিয়ে কাজ শুরু করে। এর পর ওসি শাহীনুর আলমের বলিষ্ঠ নেতৃত্বে প্রাইভেটকারটি উদ্ধারে এস আই ওয়াসিম ও এ এস আই ফিরোজ সহ অনন্যরা দিন রাত এক করে সততার সঙ্গে দায়িত্ব পালন করে এবং তারা গাড়িটি উদ্ধারে একে একে অভিযান পরিচালনা করতে থাকে। .
.
অবশেষে সিদ্দিরগঞ্জ থানা পুলিশের সর্বোচ্চ দু:সাহসিক অভিযানের মধ্য দিয়ে রবিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫ ) ঢাকার উওরা ১৮ নম্বর সেক্টর থেকে পাইভেট কারটি উদ্ধার করতে সক্ষম হয়। এবং গাড়ি চোরের সিন্ডিকেট বিপলপ নামে এক চোর কে গ্রেফতার করে সিদ্দিরগঞ্জ থানা পুলিশ।.
.
.
এ বিষয়ে সিদ্দিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো: শাহীনুর আলমের সাথে জাতীয় নিউজ পোর্টাল ডে-নাইট নিউজের কথা হলে তিনি বলেন, জনগণের জান মালের নিরাপত্তা দেওয়াই আমাদের সর্ব প্রথম দায়িত্ব। আপনারা জেনেছেন আমাদের সিদ্দিরগঞ্জ থানা টিম অত্যন্ত বিচক্ষনতার সঙ্গে খুব দ্রুত সময়ের মধ্যে দু:সাহসিক অভিযানের পরিচালনায় করে চুরি হওয়া প্রাইভেট কারটি উদ্ধার করেছে। সত্যিকার অর্থে আমি সব সময় চেষ্টা করি জনগণের সমস্যা শুনে তাদের দ্রুত আইনি সেবা দিতে। এবং আপনারা এটাও দেখছেন পূর্বের থেকে বতর্মান সময় সিদ্দিরগঞ্জ থানার সেবার মান অনেক বেড়েছে। ভবিষ্যতে ও এই সেবার মান অব্যাহত থাকবে ইনসাআল্লাহ্। উদ্ধার করা প্রাইভেটকার গাড়ি নম্বর -ঢাকা মেট্রো -গ-৩৩-০৮৭৮. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: