• ঢাকা
  • রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

সাউন্ড বাংলা-পল্টনড্ডা সাহিত্য সংগঠকদের সূতিকাগার


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ১১:৩৯ এএম;
সাউন্ড বাংলা-পল্টনড্ডা সাহিত্য সংগঠকদের সূতিকাগার
সাউন্ড বাংলা-পল্টনড্ডা সাহিত্য সংগঠকদের সূতিকাগার

জাতীয় সাংস্কৃতিকধারার সাউন্ডবাংলা-পল্টনড্ডা-৯২ তে বক্তারা বলেছেন, সাউন্ডবাংলা-পল্টনড্ডা সাহিত্য সংগঠকদের সূতিকাগার; এখান থেকে কবিতা-গল্প আর সংগঠক হিসেবে দীক্ষা নিয়ে অসংখ্য সাহিত্যসংগঠক দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ছে। তবে তারা ভুলে যাচ্ছে- যে পথ বা যারা পথ দেখায়, সে বা তারা থাকেন সবচেয়ে এগিয়ে।
জাতীয় সাংস্কৃতিকধারার কেন্দ্রীয় সদস্য শিক্ষক ও সংগঠক গোলাম রহমান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত অতিথি ছিলেন সাহিত্যসংগঠক কামরুল ইসলাম খান, অভিনেত্রী শ্রুতি খান, কবি বিমল সাহা, জামাল চৌধুরী প্রমুখ। ১৭ সেপ্টেম্বর বিকেল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত শান্তা ফারজানা নিবেদিত আয়োজনটি সাউন্ডবাংলা টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়।  এসময় বক্তারা বলেন, জাতীয় সাংস্কৃতিকধারার লেখকদের জন্য সুখবর হলো- মাসিক স্বপ্নালোক-এ লেখা পাঠালে প্রকাশিত লেখার জন্য সম্মানি প্রদান করার সিদ্ধান্ত গৃহিত হয়েছে। স্বপ্নালোক ২০০৮ সালে প্রথম সংখ্যা প্রকাশ করে সাবেক মন্ত্রী ও বরেণ্য অভিনেত্রী তারানা হালিমকে কভার স্টোরি করে। এরপর দেখতে দেখতে একযুগে অসংখ্য প্রিয়মুখকে নিয়ে কাজ করেছে। লেখা পাঠাতে হবে সুতুনি ফ্রন্টে  [email protected] . জাতীয় সাংস্কৃতিকধারা’র আগামী পল্টনাড্ডায় অংশগ্রহণকারী প্রত্যেক লেখককে নির্ধারিত সদস্য ফরমপূরণপূর্বক ১০০০ হাজার টাকার বই উপহার প্রদান করা হবে।.

.

ডে-নাইট-নিউজ / ডে-নাইট

অন্যান্য বিভাগের জনপ্রিয় সংবাদ