সাংবাদিক তুহিনকে হত্যা, শাস্তির দাবীতে মানববন্ধন করেছেন চৌদ্দগ্রাম প্রেসক্লাব
ডে-নাইট-নিউজ ;
প্রকাশিত: শনিবার, ০৯ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:১০ পিএম;
সাংবাদিক তুহিনকে হত্যা, শাস্তির দাবীতে মানববন্ধন করেছেন চৌদ্দগ্রাম প্রেসক্লাব
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা ও সাংবাদিক আনোয়ার হোসেনকে নির্মমভাবে নির্যাতনের প্রতিবাদ ও খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছেন চৌদ্দগ্রাম প্রেসক্লাব।
কুমিল্লা চৌদ্দগ্রাম থেকে: শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকায় আয়োজিত মানববন্ধনে চৌদ্দগ্রাম প্রেস ক্লাব সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী বলেন, আমরা মনে করেছিলাম ৫ আগস্টের গণ অভ্যুত্থানের পর শুধু সাংবাদিক না, সকল স্তরের আইনশৃঙ্খলা থেকে শুরু করে ইভটিজিং, কিশোর গ্যাং তৎপরতা অনেকাংশে কমে আসবে অন্তবর্তী সরকারের বলিষ্ঠ ভূমিকায়। আমরা দেখলাম অন্তবর্তী সরকার কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেনি। বর্তমান তথ্য উপদেষ্টাকে সামান্য পানির বোতল ছুঁড়ে মারায় যে প্রতিক্রিয়া দেখানো হয়েছে মনে হয় যেন মারাত্মক যখন করা হয়েছে। গত এক বছরে ৪ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে, শতশত সাংবাদিক দেশের বিভিন্ন জায়গায় হামলার শিকার হয়েছে কিন্তু এসব ঘটনায় সরকারের তরফ থেকে উল্লেখযোগ্য কোনো প্রতিক্রিয়া দেখতে পাচ্ছিনা। সাংবাদিক আসাদুজ্জামান ঘটনার ভিডিও করছিলেন, সেই অপরাধে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। আমরা সাংবাদিক হত্যা ও নির্যাতনের দ্রুত বিচারের মাধ্যমে খুনী ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এসময় আরো বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম প্রেস ক্লাব সেক্রেটারী মোঃ বেলাল হোসাইন,দৈনিক দিনকাল প্রতিনিধি এমএ মন্নান, আজকের পত্রিকা প্রতিনিধি,আক্তার উজ্জামান, হাসান মোঃ জহির, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের কার্যকরী সদস্য দৈনিক দৈনিক ভোরের ডাক প্রতিনিধি আনিছুর রহমান,সংবাদ প্রতিদিন,প্রতিনিধি আহসান উল্যাহ, আবুবকর সুজন,রাসেল পাটোয়ারী, মানব জমিনের চৌদ্দগ্রাম প্রতিনিধি শাহীন আলম,জহিরুল ইসলাম সুমন,আক্তার উজ্জামান,ইউসুফ মজুমদার,সানোয়ার হোসেন, নাইম ইকবাল,ইমাম হোসেন শরীফ,কামরুল হাসান পিংকন, সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ
.
ডে-নাইট-নিউজ /
সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ
আপনার মতামত লিখুন: