• ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ষড়যন্ত্র করে কেউ কখনো কিছু অর্জন করতে পারেনি -সাবেক গণশিক্ষামন্ত্রী ফিজার এমপি


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ২২ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:৪১ পিএম;
ষড়যন্ত্র করে কেউ কখনো কিছু অর্জন করতে পারেনি -সাবেক গণশিক্ষামন্ত্রী ফিজার এমপি
ষড়যন্ত্র করে কেউ কখনো কিছু অর্জন করতে পারেনি -সাবেক গণশিক্ষামন্ত্রী ফিজার এমপি

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় স¤পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেছেন, সকল দুর্যোগ মোকাবিলা করতে আওয়ামী লীগ সরকার প্রস্তুত থাকে।  বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্যোগগুলো সফলতার সাথে প্রতিহত করা হয়। তার অদম্য ইচ্ছাশক্তিতে দেশের অর্থে পদ্মা সেতু নির্মাণ করে নজির সৃষ্টি করেছে। তাকে দাবিয়ে রাখতে নানাবিধ যড়যন্ত্র চলছে। আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করতে নানান গুজব রটানো হচ্ছে৷ ৭১'এও ষড়যন্ত্র চলেছিল, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। এখনো সেইসব ষড়যন্ত্রকারিদের উত্তরসূরীরাই হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করতে মরিয়া হয়ে পড়েছে। ষড়যন্ত্র করে কেউ কখনো কিছু অর্জন করতে পারেনি৷ না কখনো পারবে।.

গতকাল বুধবার দিনাজপুরের ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল প্রদান, বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্নামেন্ট এ জেলা পর্যায়ে রানারআপদের মাঝে ট্রফি ও কৃষকদের মাঝে হারভেস্টার মেশিন প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।.

তিনি আরো বলেন, বন্যাকবলিত এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে ছুটে গেছেন। তাদের খোঁজখবর নেয়াসহ তাদের মাঝে সহায়তা প্রদান করেছেন। শেখ হাসিনা সরকার আছে বলেই দেশের মানুষ এতো সুযোগ সুবিধা পাচ্ছে। আগেও অন্যদলীয় সরকার ছিল, কিন্তু কই এতো ভাতা, উপকরণসহ সহযোগীতা তো পায়নি দেশের মানুষ। স্বপ্নের সোনার বাংলা গড়তে তিনি এতো প্রচেষ্টা করে যাচ্ছেন ; আসুন আমরাও সোনার বাংলা গড়তে সরকারকে সহযোগিতা করি।.

পৃথক তিনটি অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন। এতে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাছিনা ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীমা আক্তার জাহান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার,  মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার, ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, ইউপি চেয়ারম্যান মানিক রতন, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ।.

 শেষে আনুষ্ঠানিকভাবে ২০ টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল, জেলা পর্যায়ে রানারআপদের মাঝে ট্রফি ও ম্যাডেল এবং ৬জন কৃষকের মাঝে সরকারি ভর্তুকিতে হারভেস্টার মেশিন প্রদান করেন সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। 
 .

.

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ