• ঢাকা
  • রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

লক্ষ্মীপুরের পূর্ব শত্রুতার জেরে বসত ঘরে হামলা ভাংচুর আহত ৪


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ০৮:৩৪ পিএম;
লক্ষ্মীপুরের পূর্ব শত্রুতার জেরে বসত ঘরে হামলা ভাংচুর আহত ৪
লক্ষ্মীপুরের পূর্ব শত্রুতার জেরে বসত ঘরে হামলা ভাংচুর আহত ৪

লক্ষ্মীপুরে পুর্ব শত্রুতার জের ধরে বসত ঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪জন আহত হয়েছে। হামলার পর আহতদের অবরুদ্ধ করে রাখে সন্ত্রাসীরা। পরে ৯৯৯এ ফোন দিলে পুলিশ এসে রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করেন। আহতরা হলেন আকাশ (২২), রুবেল (২৫), আতর আলী (৫২) ও ফারভিন আক্তার (৪৪)। সোমবার বিকালে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৮নং ওয়ার্ড ধনগাজী হাওলাদার বাড়ীতে এ ঘটনা ঘটে।
আহতরা জানান, স্থানীয় আলমাসদের সাথে ইতি পুর্বে আমাদের মামলা চলমান রয়েছে, তার বড়ো ভাই শহীদের স্ত্রী ডলি (৪২) আমাদের নামে মিথ্যা কুৎসা রটায় এর প্রতিবাদ জানালে প্রতিশোধ নিতে ডলির ছেলে শুভ (২৫) ও চাচা আলমাস (৫০) এর নেত্রীত্বে তাদের পরিবারের সদস্য বাবুর (২৪), হৃদয় (২৬), মিঠু (২০), রিফাত (১৯), রিশাদ (২২) এবং মৃত তালেব আলীর ছেলে জাকির (৪৫) সহ সংঘবদ্ধ সন্ত্রসীরা পুর্ব পরিকল্পীত ভাবে আমাদের উপর হামলা চালায়। তারা মা’বাবা ও আমাদের দুই ভাইকে পিটিয়ে রক্তাক্ত করে। আমাদের বসত ঘরে হামলা করে ব্যপক ভাংচুর চালিয়ে নগদ টাকা ও স্বর্ণ-গহণা লুটকরে নিয়ে যায় হামলাকারীরা। এসময় আমাদের একটি অটোরিকসা ভেঙ্গে গুড়িয়ে দেয় তারা। পরে ৯৯৯এ ফোন দিলে পুলিশ আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ বিষয়ে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানতে চাইলে অভিযুক্ত জাকির হোসেন হামলার ঘটনা স্বীকার করে বলেন, ওদের সাথে জামেলা আছে, বলেছি এলাকায় বসে সমাধান করতে কিন্তু কারো কথা শুনেনা। তারা খুবই উত্তেজিত তাই আমি এসে তাদেরকে ধুঁমছে পিটাতে বলেছি। 
এএসআই কাইয়ুম জানান, ৯৯৯এ ফোন পেয়ে ঘটনাস্থলে যাই, আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে উভয় পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছেন।.

.

ডে-নাইট-নিউজ / আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর প্রতিনিধি:

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ