• ঢাকা
  • মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ; ০৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

লক্ষ্মীপুর পৌরসভা কার্যালয়ে নবনির্মিত লাইব্রেরীর উদ্বোধন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৭:৫১ পিএম;
লক্ষ্মীপুর পৌরসভা কার্যালয়ে নবনির্মিত লাইব্রেরীর উদ্বোধন
লক্ষ্মীপুর পৌরসভা কার্যালয়ে নবনির্মিত লাইব্রেরীর উদ্বোধন
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর পৌরসভা কার্যালয়ে নবনির্মিত লাইব্রেরীর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে ফিতা কেটে লাইব্রেরীর উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
 
 
পৌর প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আহমেদ কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, সনাকে'র সভাপতি জেডএম ফারুকীসহ পৌরসভার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 
 
উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, “তথ্যসমৃদ্ধ বই দিয়ে এই লাইব্রেরিটি সুন্দরভাবে সাজানো হয়েছে। পৌরবাসী সেবা নিতে এসে লাইব্রেরীতে বসে বই পড়লে তাদের মন সমৃদ্ধ হবে। বই পড়ার মাধ্যমে তারা আনন্দের পাশাপাশি জ্ঞানের খোরাকও পাবে।”
 
 
পৌর প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, “মানুষের মাঝে ইতিবাচক চিন্তা-চেতনা জাগ্রত করতে পারে এমন বই এখানে রাখা হয়েছে। সেই ধারাবাহিকতায় ইতিহাস-ঐতিহ্য, কবিতা, সাহিত্যসহ দেশের সেরা লেখকদের বই সংরক্ষিত হয়েছে।”
 
এর আগে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার পৌর কার্যালয় ঘুরে দেখেন এবং পরে সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
.

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ