• ঢাকা
  • শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ভোটার তালিকা হালনাগাদ, করা হয়নি বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ ভোটার প্রত্যাশীদের লিখিত অভিযোগ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:০৩ পিএম;
ভোটার তালিকা হালনাগাদ, করা হয়নি বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ ভোটার প্রত্যাশীদের লিখিত অভিযোগ
ভোটার তালিকা হালনাগাদ, করা হয়নি বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ ভোটার প্রত্যাশীদের লিখিত অভিযোগ

ফুলবাড়ী ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম করা হয়নি বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ ভোটার প্রত্যাশীদের লিখিত অভিযোগ তথ্য সংগ্রহের ফরম সংকট: নিরব ছিলেন নির্বাচন কর্মকর্তা.

দিনাজপুরের ফুলবাড়ীতে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে বাড়ি বাড়ি থেকে তথ্য সংগ্রহ করার কথা থাকলেও দায়িত্বরতরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ না করায় লিখিত অভিযোগ দিয়েছেন নতুন ভোটার প্রত্যাশীরা।  গতকাল সোমবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবর গণস্বাক্ষরিত পৃথক দুটি লিখিত অভিযোগ প্রদান করেন নতুন ভোটার প্রত্যাশী পৌরএলাকার কানাহার গ্রামের কলেজ শিক্ষার্থী আমিনুল ইসলাম। এসময় অন্যান্য ভোটার তথ্য সংগ্রহ থেকে বাদ পড়া নতুন ভোটার প্রত্যাশীরা উপস্থিত ছিলেন। .

অভিযোগ সূত্রে জানা যায়, পৌরএলাকায় তিনদিন ব্যাপী তথ্য সংগ্রহ শুরু হলেও দায়িত্বরত সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের দায়িত্বহীনতার কারণে তারা সকলে তথ্য সংগ্রহের তালিকা থেকে বাদ পড়েছেন। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করার নির্দেশ থাকলেও কোনো তথ্য সংগ্রহকারী তাদের বাড়িতে যায়নি। এমন অবস্থায় অভিযোগকারীরা নিজ নিজ এলাকার তথ্য সংগ্রহকারীদের ফোন করলে তথ্য সংগ্রহকারীরা বলেন, তথ্য সংগ্রহের সময় পেরিয়ে গেছে। আমাদের ফরমও শেষ হয়েছে। যারা বাদ পড়েছেন তারা নির্বাচন কর্মকর্তার সাথে যোগাযোগ করুন। .

অভিযোগকারি আমিনুল ইসলাম, তন্ময় সরকার, সঞ্জু সরকার, আশিক, মোছা. কুলসুম ও ফাহিম বলেন, তথ্য সংগ্রহকারী ও নির্বাচন কর্মকর্তার দায়িত্বহীনতার কারণে আমরা আমাদের তথ্য সংগ্রহ করা হয়নি। তাদের কারণে আজ আমাদেরকে এতো হয়রানীর শিকার হতে হচ্ছে। অনেকে বাহিরের কম্পিউটারে টাকা দিয়ে ভোটার তালিকায় তথ্য প্রদান করেছে। তথ্য সংগ্রহকারীদের সাথে আমরা যোগাযোগ করেছি। তারা বলেছেন সবার বাড়ি বাড়ি যাওয়া হয়েছে। কিন্তু ফরম না থাকায় তথ্য সংগ্রহ করা হয়নি। আমরা এ হয়রানীর বিচার চাই।.

অভিভাবক শহিদুল ইসলাম, শ্যামলী বেগম ও তনুশ্রী সরকার বলেন, নির্র্বাচন কর্মকর্তার দায়িত্বহীনতার কারণে অনেকে এখন ফরম পূরণ করতে পারেনি। ফরম না থাকলে তার উচিৎ ছিল উর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করে ফরমের ব্যবস্থা করা। তার এই দায়িত্বহীনতার কারণে অনেককে বাধ্য হয়ে টাকা দিয়ে কম্পিউটারের দোকানে গিয়ে ফরম পূরণ করতে হচ্ছে। .

পৌরএলাকার উত্তর সুজাপুর গ্রামের তথ্য সংগ্রহকারী সহকারী শিক্ষক কামরুজ্জামান বলেন, আমাদেরকে যে কয়টি ফরম নির্বাচন অফিস থেকে দেয়া হয়েছে তা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেছি। ফরম শেষ হওয়ার পর নির্বাচন কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ফরম নাই আমাদের। যারা বাদ পড়েছে তাদেরকে পৌরসভায় ছবি তোলার দিনে আসতে বলবেন। সেখানেই ফরম দিয়ে তথ্য সংগ্রহ করা হবে। .

পৌরএলাকার চকসাহাবাজপুর ও তেতুলিয়া গ্রামের তথ্য সংগ্রহকারী সহকারী শিক্ষক ইফতেখার আলম বলেন, তথ্য সংগ্রহের ফরম না থাকায় অনেকের তথ্য নেয়া সম্ভব হয়নি। তবে বাড়ি বাড়ি গিয়ে জানিয়ে দেয়া হয়েছে যারা তথ্য ফরম পুরণ করতে পারেন’নি তারা ছবি তোলার দিতে পৌরসভায় যেয়ে তথ্য পূরণ করতে পারবে। .

এ বিষয়য়ে জানতে চাইলে পৌরএলাকার পূর্ব কাটাবাড়ী ও বারোকোনা গ্রামের তথ্য সংগ্রহকারী সহকারী শিক্ষক এহসানে রাব্বি চড়াও হয়ে বলেন, এ বিষয়ে আমার যেখানে জবাব দেওয়ার আমি সেখানে দেবো। আপনাদেরকে কিছু বলতে বাধ্য না বলে তিনি ফোন কলটি কেটে দেন। .

পৌরএলাকার ১ থেকে ৫ নং ওয়ার্ডের সুপারভাইজার বলেন, আমার অধিনে যারা তথ্য সংগ্রহ করেছে তারা ঠিক মতোই দায়িত্ব পালন করেছে। কিন্তু ফরম না থাকার কারণে কোথাও কোথাও বাদ পড়েছে শুনেছি।  অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়াজেদ আলী বলেন, ‘যা ফরম বরাদ্দ এসেছিল তা দিয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। কিন্তু বরাদ্দের চেয়ে নতুন ভোটার বেশি হওয়ার কারণে ফরম শেষ হয়েছে। ফরম সংকটের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা নির্বাচন কর্মকর্তার সাথে কথা বলেছেন। জেলা নির্বাচন কর্মকর্তা ফরম পাঠালেই যারা বাদ পড়েছেন তাদেরকে ফরম পূরণের মাধ্যমে ভোটার করে নেওয়া হবে। .

পৌর মেয়র মো. মাহমুদ আলম লিটন বলেন, শুনেছি অনেকের বাড়িতে কোনো তথ্য সংগ্রহ করা হয়নি। তারা পৌরসভায় এসে খোঁজখবর নিচ্ছেন। শুনেছি নির্বাচন অফিসে তথ্য সংগ্রহের ফরম শেষ হয়েছে।  অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন বলেন, উপস্থিত নতুন ভোটারদের হাতে ফরম দিয়ে তাৎক্ষণিক পূরণ করে নেওয়ার নিদের্শনা থাকলেও তথ্য সংগ্রহকারীরা ফরম বাড়িতে দিয়ে চলে এসেছেন। তা আর সংগ্রহ করা হয়নি। ফরম না থাকার বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তার সাথে কথা হয়েছে। তিনি ফরম পাঠাবেন। ছবি তোলার দিনে বাদ পড়া সবাইকে ফরম দিয়ে ভোটার করে নেয়া হবে।. .

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ