• ঢাকা
  • মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ; ০৫ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ভেখের নীতি


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ০৫:৫৩ পিএম;
ভেখের নীতি
ভেখের নীতি

ভেখের নীতি.

মুহাম্মদ সায়েস্তা মিয়া.

 .

জাত গেলো তোর বলিস সদা.

মানব ভজনের খাসনি সূধা,.

ধর্ম গেলো তোর অধর্মতে.

খুন খারাবীর কর্মতে।।.

হাজার বছর আছিস.

ধরে দানব ভাব,.

মানব খুনের পাক্কা হাতে -.

এখনো তোর আবির্ভাব।.

 .

ধর্ম-ধর্ম মুখে আছে.

অন্তরে তোর বিষ,.

ভাইয়ে ভাইয়ে লাগিয়ে দিতে-.

হাজার ধরিস রিষ।.

জাত বলে জাত বলে তুই.

ফুলিয়ে রাখিস গাল।.

বিবেক ছাড়া কর্ম করিস.

দূর্বলকে দেখাস ঝাঁল।.

হিন্দু খ্রীষ্ট, মুসলিম গনে,.

বিবেধ করিস জনে-জনে.

মানুষ ভজলে মানুষ হবে.

অমর খেতাব পাবে ভবে।.

 .

শুদ্ধ হ'রে বলির পাঠা.

নইলে খাবে মানুষ ঝাঁটা।.

ঋষী মসির পাল্টা রীতি.

বন্দো কর তোর ভেখের নীতি।.

সমতা আর সাম্যের ভার.

বইলে সবাই পাবে পার।.

সৃষ্টির মাঝে ধর্ম আছে.

বিবেধহীনে সবই বাঁচে।।.

.

ডে-নাইট-নিউজ / মুহাম্মদ সায়েস্তা মিয়া

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ