• ঢাকা
  • মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ভারি বর্ষণে সিলেটের বিশ্বনাথে লামাকাজীর নিম্নাঞ্চল প্লাবিত


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ১৫ আগষ্ট, ২০২১ খ্রিস্টাব্দ, ০২:০৬ পিএম;
ভারি বর্ষণ সিলেটে
ভারি বর্ষণ সিলেটে

কয়েক দিনের ভারি বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।.

গত তিন চার দিন থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, কখনো বা গুড়ি গুড়ি, কখনো মুষলধারে। বৃষ্টির পানি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুরমা নদীর অনেক এলাকা ও নদী তীরবর্তী গ্রামগুলো বন্যা কবলিত হয়ে পড়েছে। উপজেলার সরমা নদী তীর সংলগ্ন মির্জার গাঁও, মাহতাবপুর, মাধবপুর, সাহেবনগর, শাহপুর, টেপিগন্জ, মাখর গাঁও, পাঁচ গাঁও এলাকার আংশিক, রসুল পুর এলাকার নিম্মাচ্ছল প্লাবিত হয়েছে। বৃষ্টির পানি আর পাহাড়ী ঢলে তলিয়ে গেছে ফসলি জমি রাস্তাঘাট।.

আজ ১৫ই আগস্ট ২০২১ ইং রবিবার সরজমিনে  মির্জার গাঁও এলাকায় গিয়ে দেখা গেছে সুরমা নদী সংলগ্ন মির্জার গাঁও গ্রামের সড়ক পানিতে তলিয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন প্লাবিত এলাকার মানুষ। বিভিন্ন স্হানে নতুন ধানের বীজতলা তলিয়ে গেছে পানির নিচে। আমন ধান রোপন করার সাথে সাথে বন্যা এসে তলিয়ে নিয়েছে এলাকার ফসলি জমি। এতে হতাশায় এলাকার কৃষক। এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে বন্যার পানি বিপদ সীমার উপরে অতিক্রম করবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।.

বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করছেন স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাগণ।.

এব্যাপারে লামাকাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ ও উপজেলা আওয়ামীলের কার্যনির্বাহী সদস্য এনামুল হক এনাম বলেন, গেল কয়েক দিনের ভারি বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে লামাকাজী এলাকার বিভিন্ন গ্রামের বীজতলা, নতুন রোপনকৃত আমন ধান বন্যার পানিতে তলিয়ে গেছে। করোনা পরিস্হিতি ও কঠোর লকডাউনে কৃষকরা এমনিতেই ক্ষতিগ্রস্ত তার উপর বন্যায় ফসলি জমি ও চারা ধান পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকরা হতাশ হয়ে পড়েছেন। .

লামাকাজী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য মো. ফয়ছল আহমদ, প্যানেল চেয়ারম্যান এনামুল হক এনাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সংশ্লিষ্ট দপ্তরের নিকট বন্যা কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দ্রুত ত্রাণ ও জরুরি খাদ্য সহায়তা প্রদানের আহবান জানিয়েছেন।. .

ডে-নাইট-নিউজ / মুহাম্মদ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধিঃ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ