• ঢাকা
  • শনিবার, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ; ০১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ব্রাহ্মণবাড়িয়ায় রিকশা ভাড়ার লাগামহীন বৃদ্ধি ভোগান্তিতে সাধারণ মানুষ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০:৪৪ এএম;
ব্রাহ্মণবাড়িয়ায় রিকশা ভাড়ার লাগামহীন বৃদ্ধি ভোগান্তিতে সাধারণ মানুষ
ব্রাহ্মণবাড়িয়ায় রিকশা ভাড়ার লাগামহীন বৃদ্ধি ভোগান্তিতে সাধারণ মানুষ

রোমান খাব্রাহ্মণবাড়িয়া: দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া শহরে রিকশা ভাড়া লাগামহীনভাবে বেড়ে চলেছে, যা শহরের সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে ফেলেছে। ভাড়া নির্ধারণে কোনো সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় রিকশাচালকরা নিজেদের ইচ্ছামতো ভাড়া আদায় করছেন। প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো নজরদারি না থাকায় পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। নিত্যযাত্রী, শিক্ষার্থী এবং নিম্ন আয়ের মানুষেরা এই নৈরাজ্যের শিকার হয়ে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন।.

 .

 .

​শহরের একটি নির্দিষ্ট গন্তব্যের জন্য যেখানে আগে ভাড়া ছিল ২০ থেকে ৩০ টাকা, এখন সেখানে ৪০ থেকে ৫০ টাকা বা তারও বেশি আদায় করা হচ্ছে। ঈদ, পূজা বা যেকোনো উৎসবের সময় এই ভাড়া আরও কয়েক গুণ বেড়ে যায়। যাত্রীরা প্রতিবাদ করলে চালকরা দুর্ব্যবহার করছেন এবং যাত্রীদের অন্য রিকশার খোঁজ করতে বলছেন। বাধ্য হয়েই সাধারণ মানুষকে চড়া ভাড়া দিয়ে যাতায়াত করতে হচ্ছে।.

 .

​শহরের কয়েকজন বাসিন্দা জানান, "রিকশার ভাড়ায় কোনো নিয়ন্ত্রণ নেই। আমাদের প্রতিদিনের আয়ের একটা বড় অংশ এই ভাড়াতেই চলে যায়। অথচ দেখার কেউ নেই।" রিকশাচালকদের দাবি, জিনিসপত্রের দাম বাড়ায় তাদের খরচও বেড়েছে। তবে যাত্রীদের অভিযোগ, এই অজুহাতে তারা অতিরিক্ত মুনাফা করছেন।.

​শহরের সচেতন নাগরিকরা বলছেন, এই সমস্যার দ্রুত সমাধান করা প্রয়োজন। প্রশাসনের পক্ষ থেকে একটি নির্দিষ্ট ভাড়া তালিকা তৈরি করে তা কঠোরভাবে কার্যকর করা হলে সাধারণ মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। একইসঙ্গে ভাড়া নৈরাজ্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত।.

​শহরবাসীর একটাই প্রত্যাশা, দ্রুত এই সমস্যার সমাধান।. .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ