• ঢাকা
  • বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ব্যাংককে IDCO প্রেসিডেন্টের সাথে মো: রেজাউল করিম এর সৌজন্য সাক্ষাৎ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ২৬ ফেরুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৮:৪৬ পিএম;
ব্যাংককে IDCO প্রেসিডেন্টের সাথে মো: রেজাউল করিম এর সৌজন্য সাক্ষাৎ
ব্যাংককে IDCO প্রেসিডেন্টের সাথে মো: রেজাউল করিম এর সৌজন্য সাক্ষাৎ

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গত ২০ - ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ইউনাইটেড নেশনস কনফারেন্স সেন্টার (UNCC) এ জাতিসংঘের অঙ্গ সংগঠন ইকোনমিক এন্ড সোসাল কাউন্সিল ফর এশিয়া প্যাসিফিক (ESCAP) আয়োজিত এশিয়া প্যাসিফিক ফোরাম অন সাসটেইনেবল ডেভেলপমেন্ট (APFSD) শীর্ষক তিন দিনের এক কর্মশালায় অংশগ্রহণ প্রাক্কালে সাইড বৈঠকে IDCO প্রেসিডেন্ট মিস জুরাপাস পিতাকসেতাকারন বাংলাদেশের বিশিষ্ট মানবাধিকার সংগঠক মো: রেজাউল করিম কে তার অফিস এ আমন্ত্রণ জানান I বাংলাদেশের বিশিষ্ট মানবাধিকার সংগঠক “আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন “ এর আন্তর্জাতিক বিষয়ক সহকারি পরিচালক, “সার্ক হিউম্যান রাইট ফাউন্ডেশন “ ঢাকা মহানগরের উত্তরের সাধারণ সম্পাদক এবং “ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল” এর জেনারেল মেম্বার মো: রেজাউল করিম, আন্তর্জাতিক মানবাধিকার অবজারভার (IHRO) এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের নির্বাহী পরিচালক এবং আন্তর্জাতিক ডিপ্লোম্যাটিক কো-অপারেটিভ অর্গানাইজেশন (IDCO) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মিস জুরাপাস পিতাকসেতাকারন এর আমন্ত্রণে ব্যাংককে (IDCO) কার্যালয়ে গত একুশে ফেব্রুয়ারি এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন I.

 .

উক্ত সাক্ষাতে উভয়ের মধ্যে মানবাধিকার বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে গুরুত্বপূর্ণ আলোচনা হয় I আলোচনায় মো: রেজাউল করিম বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরেন এবং সেগুলো কিভাবে আরো উন্নয়ন করা যায় সে বিষয়ে মিস জুরাপাস এর পরামর্শ চান I এ সময় তিনি ইউনিভার্সেল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর ঘোষিত বিভিন্ন আর্টিকেলের আলোকে মানবাধিকার সংশ্লিষ্ট সমাজের বিভিন্ন স্টেইক হোল্ডারদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য পরামর্শ প্রদান করেন I এছাড়া “ওয়ার্ল্ড মিট বেস্ট পার্সোনালিটি এওয়ার্ড – ২০২৪” এ মো: রেজাউল করিম মনোনীত হওয়ায় তাকে অর্গানাইজেশন এর পক্ষ থেকে অভিনন্দন জানান এবং একটি সম্মাননা স্মারক প্রদান করেন। মো: রেজাউল করিম মিস জুরাপাসকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালে তিনি তার সুবিধাজনক সময়ে বাংলাদেশে সফরে আসার সদয় সম্মতি জ্ঞাপন করেন।. .

ডে-নাইট-নিউজ /

অন্যান্য বিভাগের জনপ্রিয় সংবাদ